Jamiar

Call

যদি ওনার সিজারের  ২২ দিনের পরে/২২ দিনের দিন মিলন করেন তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না । কেনো না এ সময় ঋতুস্রাব যায় যা সিজারের বা বেবি ডেলিভারির ৪০-৪৫ দিনের মধ্যে শেষ হয় এ সময়ে মিলনে নিরাপদ হলেও এই সময়ে মিলন করা ইসলামে হারাম যা গোনাহের । কাজেই এ সময়ে মিলন করা  উচিৎ হয় নি । 

আর হ্যা সিজারের পর বা বেবি  নরমাল  ডেলিভারির পর অনেকেরি মাসিক বন্ধ থাকে বা মাসিক অনিয়ম হয়ে থাকে কাজেই যত দিন মাসিক কন্ট্রলে না আসে তত দিন মিলনে কন্ডম নিতে হবে । কেনো না কেনোনা সিজারের পর মাসিক অনিয়োম হলে তা কখনোই বলা সম্ভব না যে কখন মিলনে বেবি হবে কি হবে না । তবে সিজারের বা বেবি নরমালি  ডেলিভারির ৪০-৪৫ দিনের মধ্যে মাসিকের রক্ত যাওয়া শেষ হওয়ার পর যদি সিজারের বা বেবি নরমালি  ডেলিভারির রুগি মিলনের জন্য প্রস্থুত হোন বা মিলনে জন্য শে নিজেই রাজি হয় তাহলে মিলন করতে পারবেন তবে সেক্ষেত্রে প্রটেকশন নিতে হবে কেনো না সিজারের বা বেবি নরমালি  ডেলিভারির ৪০-৪৫ দিনের মধ্যে মাসিকের রক্ত যাওয়া শেষ হওয়ার পর আর নিরাপদ মিলন সময় থাকে না । কাজেই তখনো মিলনে বেবি আসার চাঞ্চ থাকে তবে মাত্র কয়েক পার্সেন । তবে ৯০% সম্ভাবনা কম থাকে বেবি আসার বাট তার পরেও প্রটেকশন নেওয়া জরুরী।

আসা করি বুঝতেপারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ