শেয়ার করুন বন্ধুর সাথে

সোনালী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায় না।আপনি অন্য কোন ব্যাংক একাউন্ট দেখতে পারেন।স্টুডেন্ট একাউন্টের জন্য ডাচ বাংলা ব্যাংক ভালো হবে।আশা করি বুঝতে পেরেছেন।সোনালী ব্যাংক সরকারি ব্যাংক,এসব ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট নেয় না। ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হয় তা হলো - ১)নিজের ছবি 2 কপি ২)নমিনির ছবি 1 কপি ৩) বর্তমান ঠিকানার যে কোন বিলের কপি ( ওয়াসা/ বিদ্যুৎ/ টেলিফোন) ৪) স্টুডেন্ট আইডি কার্ডের কপি ও জাতীয় পরিচয় পত্রের কপি যদি থাকে ৫)অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের কপি ৬)  একজন পরিচয়দানকারী একই ব্যাংকের একাউন্ট হোল্ডার হতে হবে যিনি আপনার ছবি ও আবেদন ফরমে স্বাক্ষর করবেন। ৭)নগদ জমাদানের জন্য কমপক্ষে 5000/=টাকা (ব্যাংক ভেদে কম বেশি হতে পারে) এগুলো হলেই চলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ