শেয়ার করুন বন্ধুর সাথে

খুব ভাল একটি প্রশ্ন করেছেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম(cms)। কোডিং নলেজ না থাকলেও আপনি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে পারবেন।আপনার যদি কোন ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে থাকে,আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন।তবে হে আপনার ব্লগে কিন্তু ভালমানের ভিসিটর থাকতে হবে। আপনি তাহলে দুটি উপায়ে টাকা আয় করতে পারবেন। (১।এড বসিয়ে টাকা আয়।) (২।এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়।) ১.এডঃ আপনি আপনার ওয়েবসাইটে এড বসিয়ে টাকা আয় করতে পারবেন।এর জন্য আপনি google adsense ব্যাবহার করতে পারেন।এছাড়াও আর ও অনেক এড কোম্পানি রয়েছে। ২.এফিলিয়েট মার্কেটিংঃ এর মানে হচ্ছে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।আপনি আপনার সাইটে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিও লিখতে পারেন।রিভিওর মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবেন,কেউ সেই লিঙ্কের মাধ্যমে কোন প্রোডাক্ট কিনলে আপনি একটা কমিশন পাবেন সেখান থেকে। আশা করি আপানাকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ