যদি কোন ম্যাসেজ আপনি আর্কাইভ করে রাখেন তাহলে সেটা ফিরিয়ে আনা যায়। আপনার এ্যাকাউন্টের বাম পাশে ঠিক নিউজ ফিড লেখার নিচে ম্যাসেজ লেখা আছে।  সেখানে গেলে “রিসেন্ট”, ... “মোর” লেখা এ্যারো থাকবে, সেটাতে ক্লিক করে আর্কাইভড অপশনে গেলে আপনার আর্কাইভ করা ম্যাসেজ ফেরত পাবেন। তবে আর্কাইভ করতে গেলে যার সাথে চ্যাট করছেন তার ম্যাসেজ গুলো সেটিংস এ গিয়ে যেখান থেকে ডিলেট করেছেন সেখানে আর্কাভ অপশনে ক্লিক করে আর্কাইভ করতে পারেন।  এছাড়া ডিলেটেড ম্যাসেজ ফিরে পাওয়ার রাস্তা নাই।  হ্যা, অনেকে বলে যে ফেসবুক ডাটা ডাউনলোড করলে আসতে পারে, যদিও পরীক্ষা করিনি। আপনি আপনার এ্যাকাউন্ট সেটিংস এ গেলে, ঠিক জেনারেল সেকশনের নিচে একটা লেখা পাবেন ডাউনলোড ফেসবুক ডাটা। সেখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলে আপনার মেইলে ফেসবুক একটা ডাউনলোড লিংক পাঠাবে। সেই ডাটা ডাউনলোড করে দেখতে পারেন কি আছে তাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ