শেয়ার করুন বন্ধুর সাথে

সেমি মাইক্রো পদ্ধতিতে যন্ত্রপাতির আকার ছোট হওয়ার কারণে তাপ প্রদান করতে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়।  সেমি মাইক্রো পদ্ধতিতে যন্ত্রপাতিতে বার্নারে সরাসরি তাপ না দিয়ে বিশেষ ধরনের ওয়াটার বাথে তাপ দেওয়া উত্তম।  তবে টেস্টটিউবকে যদি সরাসরি বার্নারে উত্তপ্ত করতে হয় তবে অল্প সময়ের জন্য দ্রবণপূর্ণ টেস্টটিউবকে বার্নারে ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দিয়ে সরিয়ে নিতে হবে। সেই সাথে দ্রবনকে সামান্য আলোড়িত করতে হবে।  একইভাবে টেস্টটিউবকে  বার্নারে     বার বার ধরে উত্তপ্ত করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ