অবস্থাটি নির্ণয় করতে, চিকিৎসক রোগীর স্বাস্থ্য বিবরণী গ্রহন করার সাথে সাথে পারিবারিক ইতিহাস জানতে চান ও শারীরিক পরীক্ষা করেন। যদি মাতা ও পিতার মধ্যে একজন বা উভয়েই থ্যালাসেমিয়া রোগটি বহন করেন, সেক্ষত্রে চিকিৎসক অ্যানিমিয়া আছে কিনা তা যাচাই করতে রক্তপরীক্ষার পরামর্শ দেন। থ্যালাসেমিয়ার লক্ষণ খুঁজে পেতে, চিকিৎসক রক্তের নমুনাতে বিকৃত আকারের লাল রক্ত কোষগুলি যা থ্যালাসেমিয়ার লক্ষণ তা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেটি পরীক্ষা করেন। রোগীরর রক্তে উপস্তিত অস্বাভাবিকতাগুলি চিহ্নিত করার জন্য চিকিৎসক হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিসের পরামর্শ দেন। সাধারণত যে চিকিৎসাপদ্ধতির সাহায্যে উপসর্গগুলির তীব্রতার ওপর ভিত্তি করে চিকিৎসা করা হয় সেগুলি হল:  রক্ত সঞ্চালন পদ্ধতি। চিকিৎসক ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সম্পূরক গ্রহনের পরামর্শ দিতে পারেন এবং খাদ্যতালিকায় সীমিত আয়রন-সমৃদ্ধ খাবার  খেতে বলেন। যেকোনো ভাবে আয়রন সমপূরকগুলি গ্রহন এড়ানো উচিত। হাড়ের মজ্জা প্রতিস্থাপন। কিছু ক্ষেত্রে, প্লিহা বা স্প্লিন অপসারন করতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ