গর্ভাবস্থার সময়: আল্ট্রাসাউন্ড স্ক্যান ভ্রূণের কনজেনিটাল হার্ট ডিফেক্টের সনাক্ত করতে সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে, এটি 20 সপ্তাহের মধ্যে সনাক্ত করা যেতে পারে। (আরো পড়ুন: গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড পরীক্ষা) জন্মপূর্ব (ভ্রুণের) ইকোকার্ডিওগ্রাফি ভ্রূণের কনজেনিটাল হার্ট ডিফেক্টের সনাক্ত করার ক্ষেত্রেও কার্যকর। শৈশবের সময়: যথাযথ নির্ণয়ের জন্য নিম্নলিখিত পরীক্ষার পাশাপাশি একটি পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা ইতিহাস এবং রোগীর শারীরিক পরীক্ষা প্রয়োজন: ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) বুকের এক্স-রে ইকোকার্ডিওগ্রাম স্ক্রিনিংয়ের জন্য পালস অক্সিমেট্রি সাবালকত্বে: শারীরিক পরীক্ষার পাশাপাশি বেশ কয়েকটি  রোগনির্ণয়সংক্রান্ত পরীক্ষা প্রাপ্তবয়স্কদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট সনাক্ত করতে ডাক্তারকে সাহায্য করে। এগুলি হলো: ইকোকার্ডিওগ্রাম ট্রান্স-ওসফাজিয়াল ইকোকার্ডিওগ্রাম ইন্ট্রাভাসক্যুলার আল্ট্রাসাউন্ড (আইভিইউএস) কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বুকের এক্স-রে ইসিজি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ