হ্যাঁ, এবং না। যদি কৃত্রিম উপায়ে সৃষ্ট একের বেশি সংখ্যক ভ্রূণ জরায়ুতে প্রতিস্থাপন করা হয়,তবেই সম্ভব।(In Vitro Fertilisation বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষিক্তকরণ দেহের বাইরে petri dish এ করা) তবে এই বৈজ্ঞানিক প্রক্রিয়া শুধুমাত্র সেইসব মানুষের বা সেইসব দম্পতিদের জন্য,যাঁদের পক্ষে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান-জন্ম সম্ভব নয়,তা সে যে কারণেই হোক না কেন। স্বাভাবিক ভাবে সন্তানের জন্ম দিতে সক্ষম দম্পতির ক্ষেত্রে এই প্রক্রিয়া সাধারণত করা হয় না। এটা বলবার অপেক্ষা রাখে না যে স্বাভাবিক উপায়ে যমজ সন্তানের জন্মটা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ