শেয়ার করুন বন্ধুর সাথে

বিবর্তনবাদকে যদি ব্যাখ্যা করতেই হয় তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করতে হবে । আব্রাহামীক ধর্মগুলো তথা ইসলাম, খ্রীস্টধর্ম আর ইয়াহুদী ধর্ম অনুযায়ী মানুষ আদম আঃ ( অ্যাডাম) এবং হাওয়া আঃ (ঈভ) থেকে এসেছে। বর্তমান বিবর্তনবাদ অনুযায়ী মানুষ বিভিন্ন বিক্রিয়া থেকে এসেছে। কোনো বিক্রিয়ার মাধ্যমে এককোষী জীবের সূচনা হয়, তারপর মিউটেশন করতে করতে বিভিন্ন বহুকোষী প্রাণের সৃষ্টি হয়। তাই বর্তমান বিবর্তনবাদের সূত্রকে ইসলাম দিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই৷ এককথায় বলতে গেলে ইসলামে Scientism বা বিজ্ঞানবাদের কোনো সুযোগ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ