পূর্ণিমা: চাঁদ পৃথিবীর চারদিকে একটি কক্ষে আবর্তন করছে। যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী, সূর্যের যে পাশে অবস্থিত ঠিক তার উল্টোপাশে অবস্থান করে ফলে পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এসময় সূর্য দ্বারা পূর্ণ আলোকিত হয় এবং চাঁদকে একটি পূর্ণ গোলাকার চাকতিরূপে দেখা যায়, তখনই পূর্ণিমা ঘটে। অমাবস্যা: যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পরে তখন চাঁদের যে পিঠ আলোকিত তা দেখা যায় না এবং চাঁদের অন্ধকারের দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ