শেয়ার করুন বন্ধুর সাথে

কোরোনা ভাইরাসের উৎপত্তি কিভাবে তা এখনো সঠিক করে বলেনি চীনা কতৃপক্ষ।কোরোনা ভাইরাসগুলো একটি বৃহৎ শ্রেণীর ভাইরাস যা অনেক রকম বন্য প্রাণীতে (ইঁদুর, বাঁদর, বাদুড়, ব্যাঙ্ ইত্যাদি) আশ্রয় নেয়। কিছু ক্ষেত্রে এই ভাইরাসগুলো zoonotic অর্থাৎ এরা মানব শরীরে সংক্রমণ ঘটায় upper respiratory tract এ। এই রোগের লক্ষণ mild to moderate common cold এর (সর্দি কাশি, শ্বাসকষ্ট, জ্বর)। এশিয়া (চীন, ভিয়েৎনাম, কোরিয়া, লাওস) ও আফ্রিকার কিছু দেশের অনেকেই এই সব প্রাণীগুলো কাঁচা অথবা কম উত্তাপে রান্না করে খায় এবং তাতে ভাইরাসগুলো মরে না এবং তখন এই লোকগুলো এই রোগে আক্রান্ত হয়। ভাইরাসগুলো antibiotics এ মরে না তাই antibiotics ও এই রোগে কাজ করে না। বি.দ্র.তথ্য সংগৃহীত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ