শেয়ার করুন বন্ধুর সাথে

গরম থেকে স্বস্তি মিললেও বর্ষায় রোগভোগ কিন্তু বেড়ে যায়। বিশেষত মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া। কয়েল জ্বাললে মশার সঙ্গে সঙ্গে আপনারও প্রাণ ওষ্ঠাগত। মশার তেল স্প্রে করলেন। কয়েক ঘণ্টা পর ফের তারা সদলবলে ফিরে এল। তাহলে উপায়? ❏ নিম তেল— ঘর মোছার জলে মিশিয়ে নিন কয়েক ফোটা। ঘরের কোণেও দু–এক ফোটা ফেলে রাখতে পারেন। গন্ধে মশা পালাবে। এক বোতল নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা নিম তেল মিশিয়ে রাখুন। গায়ে মেখে নিন। মশা কামড়াবে না। ❏ জোয়ান— জোয়ান বেটে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে নিন। একটা কার্ডবোর্ডের টুকরোয় ওই তেল ফেলে জ্বালিয়ে দিন। কয়েলের কাজ করবে। গন্ধে শ্বাসকষ্টও হবে না। ❏ মশা তাড়ানোর গাছ— ঘরের কোণে ল্যাভেন্ডার, ক্যাটনিপ, ফিভারফিউয়ের মতো গাছ রাখুন। গন্ধে মশা পালাবে। ❏ ল্যাভেন্ডার তেল— জলের সঙ্গে পরিমাণমতো ল্যাভেন্ডার আর ইউক্যালিপ্টাস তেল মিশিয়ে ঘরে স্প্রে করুন। তবে এই মিশ্রণের বেশিক্ষণ মশা রুখে দেওয়ার ক্ষমতা নেই। তাই এক ঘণ্টা অন্তর স্প্রে করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শুকনা নিম পাতা পুড়লে মশা পালিয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ