Share with your friends
Shanewas

Call

Go google and search your model and specification then u can understand otg suprted or not its all details have

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

আপনার ফোনে OTG সাপোর্ট কিনা তা বুঝার জন্য কয়েকটি বিষয় অবলম্বন করতে পারে।। তবে আপনার ফোনের মডেল কি তা বললে ভালো হতো, তবে জেনে নিন বিষয় গুলো

  • প্রথমে আপনি আপনার ফোনের নাম ও মডেল লিখে গুগলে সার্চ করুন ও এবং আপনার কাঙ্খিত মোবাইল ফোনিটি যাচাই করে সেটার ডিটেলস জানার জন্য ওই সাইটে প্রবেশ করুন এবং সেখানে ওই মোবাইলের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে otg আছে কিনা এটা সহ আরো কি কি সিবধা যোগ করা আছে ওই মোবাইলে।
  • আপনি একটি otg ক্যাবল সংগ্রহ করুন এবং একটি মেমোরি প্রবেশ করানো কাটি সংগ্রহ করুন। এর পর ওই otg ক্যাবল টি ফোনের চার্জার পিনে লাগান ও মেমোরি কাটি'টি otg তে লাগিয়ে দেখুন উক্ত কাটিতে লাইট জ্বলে কিনা (কাটিতে মেমোরি থাকলে মোবাইলে লাইন পাবে) যদি লাইট জ্বলে তাহলে বুঝবেন আপনার ফোন otg সাপোর্ট করে।
  • যদি মেমোরি কাটিতে লাইট না জ্বলে তাহলে আপনার ফোনে সেটিংস এ যাবেন সেখানে ফোন এবাউট এ গেলে দেখতে পারবেন বা সেটিংস এ দেখুন সেখানে otg অপশন থাকলে সেটা on করে দিন।দেখবেন otg ক্যাবল লাইন পেয়েছে।যদি সেটিংস এ উক্ত অপশন না থাকে তাহলে বুঝবেন আপনার ফোনে otg লাইন পাবে না।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App