Unknown

Call

রেশিও মানে হলো অনুপাত। 

দুইটি জিনিসের পরিমাণ বা সংখ্যাগত তুলনাকেই অনুপাত বলে।


যেমন- ক্লাসে ২৫ জন বালক এবং ৩৫ জন বালিকা রয়েছে। তাহলে বালক এবং বালিকার অনুপাত হবে ২৫:৩৫। উভয়পক্ষের অনুপাতকে ৫ দ্বারা ভাগ করলে প্রাপ্ত অনুপাত ৫:৭, এখানে ২৫:৩৫ এবং ৫:৭ একই তুলনা প্রকাশ করে। এটি দ্বারা বুঝানো হচ্ছে যে প্রতি ৭ জন বালিকার বিপরীতে বালকের সংখ্যা ৫ জন।


অনুপাত ভগ্নাংশ বা শতাংশ আকারেও প্রকাশ করা যায়। যেমন উল্লিখিত উদাহরণে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন, তাহলে বলা যায় বালকের সংখ্যা ২৫/৬০ = ০.৪২ বা ৪২% আর বালিকার সংখ্যা ৩৫/৬০ = ০.৫৮ বা ৫৮%।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ