আমার ছোট থেকেই স্বপ্ন আমি একজন গায়ক হবো। আমি ক্লাস six থেকে গান লেখা শুরু করছি। ইদানিং এসে আমি মন নিয়ে গবেষনায় অনেক আগ্রহ দিয়ে ফেলেছি। আমি নিজে নিজেই অনেক কিছু গবেষণা করছি। মানুষের চিন্তা-ভাবনা, মস্তিস্ক, প্রেম-ভালোবাসা, অর্থাৎ সাইকোলজির অনেক বিষয় আমি গবেষনা করে পেয়েছি যা আমি অনেক তদন্ত করে দেখেছি যে আমার গবেষনা আজো কেউ করতে পারেনি। আমার সবকিছুই বাস্তবের সাথে টোটাল মিলে গেছে এবং আমার গবেষণা থেকে যে সুত্রগুলো আমি পেয়েছি তা সবক্ষেত্রেই ১০০% মিলে যায়। আমি এটাও দেখেছি বর্তমান সাইকোলজি দিয়ে অনেক ঘটনাই ব্যাখ্যা দেয়া যায়না। কিন্তু আমার গবেষণার সুত্র দিয়ে তা আমি সমাধান করে ফেলেছি। আমি এমন এমন কথা জেনেছি যা আজও কেউ জানেনা কোন বড় মাপের মনোবিজ্ঞানীও না। আমি অহংকারি কথা বলছি না। আত্মবিশ্বাসী ব্যক্তিরা নিজের সম্পর্কে বলতে ভয় পাবেনা। কেউ যদি ভাল ছাত্র হয়ে যদি বলতে পারে আমি একজন ভাল ছাত্র তো এটা কি তার অহংকারী কথা হয়ে গেল? চাকরিজীবী কেউ যদি বলে আমি চাকরিজীবী তো এটা অহংকারী কথা হয়ে গেল? না। আমার যদি ফুল আত্মবিশ্বাস থাকে আমার নিজেকে নিয়ে তাহলে আমি কেন সেটা বলতে ভয় পাব? আসল কথায় আসি। তাই আমি SSC এর পর সাইকলজি নিয়ে পরতে চাই। কিন্তু সমস্যা একটাই যে আমি গানের সাথেও থাকতে চাই। তাছাড়া আমার কম্পিউটারের প্রতিও ভীষন আগ্রহ। কম্পিউটার অর্থাৎ IT বিষয়ে এক্সপার্ট হওয়া । কারন আমাকে গান compose করতে হবে। তাই এই জটিল সমস্যা থেকে কিভাবে রেহাই পাব? আমি তিনটা বিষয়েই পরতে চাই। যেহেতু আমি বাংলাদেশের study map বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অতোটা জানিনা তাই প্রশ্ন করতে হল। এমন একটা সলুশন দেন যাতে আমার তিনটা দিকি ঠিক থাকে। 


শেয়ার করুন বন্ধুর সাথে