হ্যা যায়, কিন্তু এখানেও সিমাবদ্ধতা আছে। বর্তমান যুগের রাউটার গুলোতে উচ্চ মানের সিকিউরিটি দেওয়া থাকে। তাই সাধারণ মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাক করাটা অসম্ভব বল্লেই চলে। কিন্তু কিছু কিছু রাউটার আছে  যেগুলাতে ২ ধরনের পাসওয়ার্ড থাকে যেমন টিপি লিংক এই রাউটার গুলোতে পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হওয়া সম্ভব  কিন্তু এটা নির্ভর করে তার সিকিউরিটির উপর।

এখন বলব সম্ভব হলে কিভাবে, কিছু কিছু রাউটার আছে যেগুলাই অল্টারনেটিভ একটা পাসওয়ার্ড থাকে সেটা হলো WPS পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড টি আপনি যদি কোনো ভাবে জানতে  পারেন তাহলে মোবাইল রুট করা ছাড়াই এবং এডমিনের অজান্তেই রাউটারে কানেক্ট হতে পারবেন। WPS পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে চাইলে প্লে স্টোর থেকে wps connect app টি ডাউনলোড করে নিয়ে সেই এপ এর মাধ্যমে কানেক্ট করতে হবে। অন্যথায় হবে না। আর হলেই আমি জানি না।

এখন বলি কিভাবে wps পাসওয়ার্ড জানবেন, এটা জানার জন্য আপনাকে রাউটারের এডমিন প্যানেলে লগইন করতে হবে তারপর wps সেকশনে সেই মুল্যবান পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তাছাড়া রাউটারের পিছুনের দিকে স্টিকারের মধেও এই পাসওয়ার্ড থাকে।

বিঃদ্রঃ যদি এডমিন তার wps পাসওয়ার্ড ডিজেবল করে রাখেন তাহলে কোন ভাবেই পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হতে পারবনে না

ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App