ধরুন আমি সাকিব, আর আমার বন্ধু তামিম।

আমি ২৮০০০ এবং তামিম ১৫০০০ টাকা একটি ব্যবসায় বিনিয়োগ করলাম। মোট লভ্যাংশ পেলাম ৯০০০ টাকা।
এখন এই লভ্যাংশ  উভয়ের মধ্যে কিভাবে বণ্টন হবে এবং কে কত পাবে?


শেয়ার করুন বন্ধুর সাথে

(১) যে যত টাকা বিনিয়োগ করেছে তত টাকা দ্বারা লভ্যাংশকে গুণ দিবেন। এরপর গুণফলকে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ দিলে প্রত্যেকের লভ্যাংশ পাওয়া যাবে।
এখানে, মোট লভ্যাংশ ৯০০০ টাকা

সাকিব বিনিয়োগ করেছে ২৮০০০ টাকা

তামিম বিনিয়োগ করেছে ১৫০০০ টাকা

মোট বিনিয়োগকৃত টাকা ২৮০০০+১৫০০০= ৪৩০০০ টাকা

(গ) সাকিবের লভ্যাংশ নির্ণয়:

সাকিবের বিনিয়োগকৃত টাকাকে লভ্যাংশ দ্বারা গুণ করি
২৮০০০×৯০০০= ২৫২০০০০০০ টাকা
এখন গুণফল অর্থাৎ ২৫২০০০০০০ কে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ করি
২৫২০০০০০০÷৪৩০০০= ৫৮৬০.৪৬৫১১৬ টাকা
অর্থাৎ
সাকিব লভ্যাংশ পাবে ৫৮৬০ টাকা
(হিসাবের সুবিধার্থে পূর্ণসংখ্যা ৫৮৬০ টাকা ধরতে হবে)

(গ) তামিমের লভ্যাংশ নির্ণয়:

তামিমের বিনিয়োগকৃত টাকাকে লভ্যাংশ দ্বারা গুণ করি,
১৫০০০×৯০০০= ১৩৫০০০০০০ টাকা
এখন গুণফল অর্থাৎ ১৩৫০০০০০০ কে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ করি
১৩৫০০০০০০÷৪৩০০০= ৩১৩৯.৫৩৪৮৮৪ টাকা
অর্থাৎ
 তামিম লভ্যাংশ পাবে ৩১৪০ টাকা
(হিসাবের সুবিধার্থে পূর্ণসংখ্যা ৩১৪০ টাকা ধরতে হবে)






ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ