ধরুন আমি সাকিব, আর আমার বন্ধু তামিম।

আমি ২৮০০০ এবং তামিম ১৫০০০ টাকা একটি ব্যবসায় বিনিয়োগ করলাম

এখন আমাদের মধ্যে লভ্যাংশ কিভাবে বণ্টন হবে?


দয়া করে বিস্তারিত লিখে জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মোট বিনিয়োগ = ২৮০০০+১৫০০০ = ৪৩০০০ টাকা

সাকিবের বিনিয়োগ = ২৮০০০ টাকা

যা মোট বিনিয়োগের =(২৮০০০/৪৩০০০*১০০) = ৬৫.১২%

তামিমের বিনিয়োগ ১৫০০০ টাকা

যা মোট বিনিয়োগের = ১৫০০০/৪৩০০০*১০০ = ৩৪.৮৮%


অর্থাৎ, আপনাদের যদি ১০০ টাকা আয় হয়, তাহলে সাকিব পাবেন ৬৫.১২ টাকা, তামিম পাবেন ৩৪.৮৮ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ