Freebasics ৩ কিভাবে bissoy চালাবো?
Share with your friends
Call

প্রথমে আমারও Freebasics থেকে bissoy চালাতে সমস্যা হতো।চালাতে পারতাম না। এখন অনেক চেষ্টার পরে আমি এর সামাধান বের করেছি। প্রথমে free basic ইনসটল করবেন। এরপর ডান পাশের উপরের (:) বাটানে ক্লীক করুন। "আরো পরীসেবা " থেকে bissoy এড করুন। ১ম বার bissoy এ ঢুকতে পারবেন। bissoy এ ঢুকুন। এরপর আবার উপরের (:) বাটানে ক্লীক করুন।ক্লীক করার পর ১ম লাইনে একটা "★" (স্টার) দেখতে পাবেন। "★" (স্টার) এ ক্লীক করুন। এরপর bissoy থেকে বের হয়ে যান। এখন আবার ডান পাশের উপরের (:) বাটানে ক্লীক করুন। এবার "বুকমার্ক " এ ক্লীক করুন। ওখানে bissoy দেখতে পাবেন। ব্যাস কাজ শেষ। এখন bissoy এ ক্লীক করুন। এখন bissoy চালাতে পারবেন। ধন্যবাদ। বুজতে না পারলে মন্তব্য করবেন।

Talk Doctor Online in Bissoy App