Call

এক জন সিনিয়র স্টাফ নার্স ৩/৪ বছরে প্রথম পদোন্নতি পেয়ে নার্সিং সুপারভাইজার পদমর্যাদা পান।২য় ধাপে জেলা পাবলিক হেলথ্ নার্স,হাসপাতাল গুলাতে ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট,ওটি সুপারভাইজার,নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর(শিক্ষক),ডেমোনেস্ট্রেটর,ইন্সটিটিউট এর নার্সিং ইনস্ট্রাক্টর বা ইনস্ট্রাক্টর ইনচার্জ হতে পারবেন। পরবর্তী ধাপে হাসপাতালে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট,নার্সিং কলেজের প্রভাষ, ইন্সটিটিউট এ প্রিন্সিপা, নার্সিং অধিদপ্তরে প্রেজেক্ট অফিসার ও সহকারী পরিচালক পদে পদোন্নতির সুযোগ আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লাগবে। শুধু নার্সিং পড়ে বড় পদ গুলা পাওয়া যাবে না। বড় পদ গুলা পেতে হলেঃ এম এস সি, এফ এস সি, পি এইস ডি র মত ডিগ্রি অর্জন করতে হবে। নার্সের কেউ দাম ই দেয় না কিন্ত তাঁরাই আবার বড় বড় পদ গুলা তে নিজেদের স্থান করে নিচ্ছেন। আমার জানা মতে অন্য কোন প্রফেশন থেকে এই ভাবে পদোন্নতি পেয়ে বড় পদ গুলা পাওয়া সম্ভব নয়। এ সময় তাঁরা প্রথম শ্রেনির কর্মকর্তা হিসাবে বিবেচিত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ