না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি ২০১৭ সালে জেএসসি দিয়েছি তখন আমার ক্লাসমেট (ব্যাকবেঞ্চার) আমার সাথে ভালো মিল থাকায় তারা আমাকে বলছিল পরীক্ষার আগের রাতে 9টার সময় নাকি প্রশ্ন পাবে। সেই প্রশ্ন দেখে উত্তর খুজে দেয়ার জন্য হলেও আমাকে ওরা প্রশ্ন দিবে আমিও বলি আচ্ছা আমাকে দিস। কথামতো আমি 9টার সময় পাইলাম কিন্তু দুঃখের বিষয় পরীক্ষার হলে গিয়ে সেগুলো আর কমন পরে নেই। তবে যে প্রশ্ন ছিল তা একবারে  জেএসসির প্রশ্নই কিন্তু খ সেট। আর পরীক্ষা হইছে সেট নাম্বার ক তে। পরবর্তীতে ভাই ব্রাদার বলল থানায় প্রশ্ন আসে কয়েকটি সেটের। সেখান থেকে প্রতিদিন পরীক্ষার শুরু হওয়ার আগে লটারী করে সেট নির্ধারন করা হয়। সেই নির্ধরিত সেটটি পরীক্ষার হলে যায়। তাই প্রশ্ন কমন পরে নি। তারপর আমি আর প্রশ্ন নেয়ার ধান্দায় যাই নি। দ্বিতীয় পরীক্ষার পর ওই ক্লাসমেটরা বলল যে এইবারের টা হুবহু কমন পরছিল। আমিও ওদের অভিনন্দন দিলাম। 


এই ছিল আমার নিজের লাইফের ঘটনা। এখন আপনি আপনার এলাকা সম্বন্ধে ভালো জানবেন এরকম কিছু হয় নাকি। তবে আমার এই ঘটনা কিন্তু নাহিদ এর সময়ের শুনছি এখন কার শিক্ষামন্ত্রী (দিপু মণি) নাকি অনেক স্মার্ট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ