Call

আপনার যদি কম্পিউটার হয় তবে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি প্রথমে http://web.facebook.com ঢুকে আপনার পেইজে যান তারপর উপরে দেখেন Message লিখা আছে ঐখানে ক্লিক করুন। তারপর নিচে দেখুন দেখুন Away এর পাশে i এরমত একটা অংশ রয়েছে ঐখানে ক্লিক করুন তারপর Response Assistant এ ক্লিক করুন তারপর দেখুন একটু নিচে লিখা রয়েছে Stay responsive when you can't get to your computer or phone ঐটার টিক পাশেই লেখা রয়েছে YES/NO ঐখান থেকে YES সিলেক্ট করলে দেখবেন নিচে লেখা আছে Change ঐখানে ক্লিক করুন তারপর আপনার মেসেজ লিখুন। আপনি যেই জায়গায় ভিজিটরের নাম লিখতে চান সেখানে মাউসটা রাখুন। তারপর Add Personalization এ ক্লিক করে যেই রকম নাম দিতে চান সিলেক্ট করুন। তারপর Save দিয়ে দিন। না বুঝলে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ