এন আই ডি হল ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়

পত্র যা সংক্ষেপে আমরা আইডি কার্ড বলি। আপনার 

ফেসবুক লগ ইন করার সময় আপনার আইডি কার্ডের

নম্বরটা দেন। আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কার্ডের

নম্বর দেন তাহলে হবে।


Talk Doctor Online in Bissoy App
Call
Facebook Authority র কাছে আপনার একাউন্ট কোন কারনে ফেইক মনে হয়েছে হতে পারে আপনার নাম বা অন্য কোন কারণে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রটি (দুই পিঠই) স্ক্যান করে আপলোড করে দিন। তারা আপনার আইডি রিভিউ করে তা আপনাকে ফডব্যাক করবে।

[আমার এমন হয়েছিলো, আমি সিঙ্গেল নাম বাংলায় ব্যাবহার করতাম, পরে তারা আমার নাম ইংরেজীতে আইডির সাথে মিল রেখে করে দেয় এবং বার্থ ডেথ ও আইডির সাথে মিল রেখে করতে বলে আইডিতে পুনরায় প্রবেশ করার জন্য]


Talk Doctor Online in Bissoy App