ঘরের AC (~220V) থেকে কিভাবে স্থায়ী মানের 10V DC পাবো শুধু Diode ও Resistor ব্যবহার করে? যদি হয় তাহলে Circuit Diagram সহ অল্প কথায় উত্তর দিলে চলবে। অতিরিক্ত আলোচনা না করলেও চলবে। ( দয়া করে অবশ্যই Resistor এবং Diode এর মান উল্লেখ করে Calculation টা দিবেন।)
Share with your friends

R=V/I, I=V/I

এখানে R হচ্ছে রেজিষ্টরের মান, V মানে ভোল্ট আর I মানে কারেন্ট বা অ্যাম্পিয়ার।

রেজিষ্টরের মান ভিত্তি করবে কারেন্ট এর উপর।

উপরোক্ত সূত্র ব্যবাহার করে R এর মান বের করে 4 টি রেক্টিফায়ার ডায়ব ব্যাবহার করে DC 10 ভোল্ট পাবেন।

(একই ওহোমের বিভিন্ন রের্জিষ্টরের কারেন্ট বহন ক্ষমতা এক এক রকম হয়। সেদিকেও খেয়াল রাখতে হবে)

Talk Doctor Online in Bissoy App