আমি মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য। আমি লেখাপড়া করি।

কিনতু আয়করার কোনো মাধ্যম নেই।তারজন্য মা বাবার কাছে সবসময় টাকা চাইতে হয়। কিনতু সবসময় মাবাবা টাকা দিতে পারেন।

তখন আমার অনেক খারাপ লাগে। নিজেকে অনেক ছোট মনে হয়।

একদিন আকাশ নামে এক বন্ধু  আমাকে আউটসোরসিং এর কথা বলে।

আমি তারপর webdesing শেখার সিদ্ধান্ত নিই।

কিনতু কোথায় শিখব বুঝতে পারছিনা।দয়াকরে কেও আমাকে টিপস দিতে পারেন কিভাবে প্রতিষ্ঠান ছাড়া ্প্রফেশনাল webdesing শিখব!...



Share with your friends
Call

ভাই,অাপনার বাসায়,অথবা আশেপাশে কোথাও ওয়াইফাই থাকলে ইউটিউবে টিউটোরিয়াল দেখেন।

"ওয়েব ডিজাইনিং বাংলা টিউটোরিয়াল" লিখে সার্চ দিলে প্রচুর ভিডিও পাবেন।ঐ গুলা দেখবেন,ভালো করে বুঝে নিবেন,অার নিজে দেখে দেখে প্র্যাকটিস করবেন।যখন কোথাও বুঝতে সমস্যা হবে,তখন দক্ষ কারো কাছ থেকে পরামর্শ নিবেন।এভাবে কিছুদিন চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ।

Talk Doctor Online in Bissoy App