শেয়ার করুন বন্ধুর সাথে
MD Khan

Call

সিলডানাফিল গ্রুপের ওষুধ এই সব রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়। এছাড়াও এসব রোগীদেরকে সাইকোথেরাপি দেয়া প্রয়োজন। সাইকোজেনিক ছাড়াও নিউরোজেনিক, ভাসকুলোজেনিক ও হরমোনাল টাইপের ইরেক্টাইল ডিসফাংশন দেখা যায়। tadalnafil কিনতে ট্যাবলেট প্রতি খরচ পড়বে আপনার ৮২ টাকা। আর sildenafil যেটি viagra বা Cialis নামে পরিচিত সেটি কিনতে ট্যাবলেট প্রতি খরচ হবে আপনার ৫২ টাকা। এই দুটি ওষুধ সেবনে আপনার লিঙ্গ অনেকক্ষণ শক্ত ও দৃঢ় থাকবে। আপনি অনেকবার যৌনকাজ করতে পারবেন। আমার মতে tadalnafil অনেক ভাল, কারণ এর সাইড এফেক্ট নাই বললেই চলে, এমন ৩ দিন পর একটি করে খেতে হয়। দেশী গুলোর সাইড এফেক্ট বেশি হওয়াতে আপনি অর্ডার করে কিনলেই ভাল হবে। দ্রুত বীর্যপাত রোগের প্রকারভেদ অনুযায়ী চিকিত্সার তারতম্য রয়েছে। যখন সব ধরণের ওষুধ প্রয়োগের পরও কার্যকর ফল পাওয়া যায় না সে ক্ষেত্রে শল্য চিকিত্সকের প্রয়োজন হয়। তবে পুরুষত্বহীনতা দেখা দিলে হতাশ হবার কিছু নেই অধিআংশ ক্ষেত্রে উপযুক্ত চিকিত্সায় আরোগ্য লাভ করা যায়।