"বিয়ে " ছোট্ট একটি শব্দ মাত্র। কিন্তু এটির গুরুত্ব কত যে বেশি সেটা আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ Explain করতে পারবে না।  যদিও বা আমাদের সমাজে অহরহ বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে করার প্রকৃত ফলাফল খুব কম মানুষ ই পাই। কারণ বর্তমানে বিয়ে নবীর সুন্নত হিসেবে করা হয় না, বিয়ে করা হয় শোডাউন করার জন্য, বিয়ে সম্পর্কে বলা হয়েছে, "বিয়ে হলো দ্বীন এর অর্ধেক" যার সামর্থ থাকে সে যেন বিয়ে করে নেই" আর সামর্থ মানে হলো স্ত্রী কে ভরণপোষণ দিতে পারার মতো সামর্থ।কিন্তু বর্তমান সমাজব্যবস্হা বিয়ের মতো সহজ বিষয় কে অনেক বেশি জটিল করে দিয়েছে।  বিয়ে মানব সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি কাজ যা সম্পাদনের মাধ্যমে মানুষের বংশের ধারা ঠিকে থাকে। এবং এটি সব ধর্মের মানুষের জন্য অপরিহার্য।  প্রতিটি ধর্মের মধ্যে বিয়ে কে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আর ইসলাম ধর্ম বিয়ে কে খুবই সহজ করে দিয়েছেন। যেন কোনো মুসলিম ভাই-বোনেরা যেনার মতো মারাত্মক গোনাহের কাজে লিপ্ত না হয়। কিন্তু দুঃখের বিষয় হলো কথিত সুশীল সমাজ এই বিয়ে অনেক কঠিন করে দিয়েছে। তাই যুব-সমাজ এখন বিয়ে করতে ভয় পাই কিন্তু প্রেম ভালোবাসার নামে যেনায় লিপ্ত হতে বিন্দুমাত্র ভয় পাই না। যার ফলস্বরূপ নষ্ট হচ্ছে হাজার হাজার মেয়েদের জীবন। আল্লাহ এবং রাসুলুল্লাহ সাঃ বলেছেন "বিয়ের করার উপযুক্ত হলে বিয়ে করে নাও, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তায়ালা রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং কাজের মধ্যে বরকত দান করবেন " কিন্তু এখন যুবসমাজ ক্যারিয়ারের বাহানা দিয়ে বিয়ে করে না তবে প্রেম ভালোবাসার নামে নিজেদের জীবন এবং ক্যারিয়ার দুটোই নষ্ট করছেন। আর জন্য সমাজ, পরিবার, বাবা মা সবাই দায়ী  এবং কাল হাশরের ময়দানে মহান আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা সবাই সচেতন হয়, ছাত্র অবস্থায় বিয়ে করে দুনিয়া এবং আখেরাতে সফল হয়।মহান আল্লাহ আমাদের কে যেনার মতো পাপাচার থেকে বাচার তৌফিক দান করুন। 


শেয়ার করুন বন্ধুর সাথে