Sumya Akter

Call

বৈদেশিক মুদ্রা হিসাব- একটি সুদ বিহীন চেক বেয়ারিং হিসাব, আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং সুবিধাযুক্ত যা বৈদেশিক মুদ্রার লেনদেনকে আরও সুবিধাজনক করে তোলে। বৈদেশিক মুদ্রা হিসাবে নির্দিষ্ট কোনো বৈদেশিক মুদ্রায় টাকা জমা রাখা যায় এবং প্রয়োজনে তা টাকাতে রূপান্তর করা যায়। প্রবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা বৈদেশিক মুদ্রা হিসাব খোলার আবেদন করতে পারেন।

Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)• বয়স: কমপক্ষে ১৮ বছর হতে হবে;• অনিবাসী বাংলাদেশী, বিদেশে/আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে এমন বাংলাদেশী বিদেশী মুদ্রায় বেতন পেয়ে থাকেন। বিদেশে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত দ্বৈত নাগরিক, বিদেশী দূতাবাস/হাইকমিশনে কাজ করা বাংলাদেশী নাগরিকরা এই হিসাবটি খুলতে পারবেন।

Features (বৈশিষ্ট্য)• ইউএসডি, জিবিপি, ইউরো হিসেবে হিসাব খুলুন;• বেতন বিদেশী মুদ্রায় পরিশোধ;• আনলিমিটেড বৈদেশিক মুদ্রা জমা;• বিদেশে অর্থ হস্তান্তরযোগ্য;• ফ্রি স্থানীয় মুদ্রায় রূপান্তরযোগ্য।

Benefits (সুবিধা)• একটি নিয়মিত চেক লেনদেন হিসাব;• প্রতিদিনের প্রয়োজনের জন্য বৈদেশিক মুদ্রায় বেতন।

Formalities For Opening Foreign Currency Account (ফরেন কারেন্সি হিসাব খোলার নিয়মাবলী)১. হিসাব খোলার ফর্ম যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।২. মূল পাসপোর্ট যাচাইকরণের জন্য আনতে হবে এবং প্রথম সাত পৃষ্ঠার (এক সেট) ফটোকপি জমা দিতে হবে।৩. চাকুরীর প্রমাণপত্র, উপার্জন সনদপত্র, পে-স্লিপ, চাকুরীর নিয়োগপত্র যাতে বাৎসরিক বা মাসিক আয় বর্ণিত থাকে বা সর্বশেষ আয়কর রিটার্ন ফরম এর অনুলিপি।৪. পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।৫. নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপিপাসপোর্ট সাইজের ছবি।৬. সার্ভিস/চুক্তি/নিয়োগের চিঠি/অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিসা, ইত্যাদি জমা দিতে হবে। হিসাব খোলার ফর্ম বাংলা বা ইংরেজিতে যথাযথভাবে অনুবাদকৃত হতে হবে।৬. যদি ব্যক্তি বিদেশ থেকে হিসাব খুলতে চায় তবে প্রয়োজনীয় কাগজপত্র (আসল পাসপোর্ট ব্যতীত) বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে সত্যায়িত করে পাঠানো হবে। এক্ষেত্রে আপনার স্বাক্ষর পাসপোর্ট এ দেয়া স্বাক্ষরের অনুরুপ হতে হবে।৭. বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি (বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে ”বাংলাদেশের জন্য ভিসা প্রযোজ্য নয়”) পৃষ্ঠাটি সংযুক্ত করতে হবে।৮. হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।

বৈদেশিক মুদ্রা হিসাব খোলার জন্য প্রয়োজনীয় তথ্যএছাড়াও বৈদেশিক মুদ্রা হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজারের কাছে নিচের তথ্যসহ আবেদন করতে হয়-কোন মুদ্রায় এটি পরিচালিত হবে, হিসাবধারীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ, পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষের নাম, বিদেশে বর্তমান ঠিকানা, বাংলাদেশে বর্তমান ঠিকানা, টেলিফোন নম্বর ও নমিনির ঠিকানা।

Talk Doctor Online in Bissoy App