বর্তমান সময়ে একটা প্রশ্ন অনেক বেশি দেখা যায়, 

আমি চিকন মোটা হবো কিভাবে?

মোটা হতে চাই??

 ঔষধ খেলে কি মোটা হওয়া যাবে??

 সবাই মোটা হয় আমি কেন পারি না? 

আজকে এই বিষয়ে আলোচনা করব।

 কেন মোটা হতে চান? এটা বলতে পারবেন কি? 

এর উত্তর হবে হয়তো চিকন হলে খারাপ দেখা যায়,

 চাপা ভাংগা থাকে, ছেলেরা বলে মেয়ে লাইক করে না, 

মেয়েরা বলে ছেলেরা লাইক করে না, স্বামী বলে মোটা হও চিকন ভালো লাগে না, 

এ ছাড়া ও অনেক উত্তর পাওয়া যাবে। 

কেউ কি কখনো ভেবেছেন মোটা না হয়ে সুস্বাস্থ্যের অধিকারী কি ভাবে হওয়া যায়? 

মোটা হয়ে কি হবে? হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী। 

বেশী বেশী যে খাদ্য খাবার গুলা খাইতে হবে,

 ১)প্রতিদিন সবুজ শাক 

২)সপ্তাহে ৩ দিন পেপে 

৩)সপ্তাহে ৩দিন সমুদ্রের মাছ/ নদীর মাছ 

৪)সপ্তাহে ১/২ দিন কবুতরের বাচ্চা/ছোট মুরগী / মাংস 

৫)প্রতিদিন দুধ/ডিম 


খাদ্য তালিকায় কিছু বাড়তি খাবার যোগ করতে হবে যেমন,

 প্রতিদিন এর রুটিন

 ১)কাচা ছোলা-৩০ গ্রাম 

২)কাচা বাদাম-২০ গ্রাম

 ৩)কিসমিস-১০ গ্রাম

 ৪)শুকনা খেজুর- ৫ পিস 

৫)বেদনা/আপেল/কমলা/আঙ্গুর -১০০ গ্রাম মাত্রায়

 কিছু করণীয় 

১)সকাল ৬টায় ঘুম থেকে উঠতে হবে

 ২)১/২ কি.মি. হাটতে হবে 

৩)বাসায় ফিরে রাতে ভিজিয়ে রাখা ছোলা,বাদাম,কিসমিস,খেজুর খেয়ে নেয়া 

৪)একটু বিশ্রাম নেয়া। তার পর আপনার দৈনন্দিন কাজ করা।

 প্রতিদিন টাইম মত সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া ৯ টার সাথে সাথে খেয়ে ১০ টার সময় ঘুমাতে যাওয়া। কোন ভাবেই অতিরিক্ত রাত জাগা যাবে না। 


এ ছাড়াও মেডিসিন সেবন করতে পারেন।

 কিন্তু মোটা করে দেয় এমন কোন মেডিসিন সেবন করা যাবে না।

 খাওয়ার চাহিদা কম থাকলে বা পেটে খিদে খাওয়ার ইচ্ছা না থাকলে তার জন্য মেডিসিন খাইতে পারেন।

 কোন কিছু বুঝতে সমস্যা হলে ইনবক্সে নক দিবেন।  ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দুয়া করবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে