নামাজে তা'বুজ কখন পাঠ করতে হয়।
2 Answers
Call

তা'বুজ (تَعَوُّذ) তীর্তক্ষেত্রে "আ'ঊযু বিল্লাহি মিনাশ শাইতনির রজীম" এর সংক্ষীপ্ত রূপ। এটি নামাজে ছানা-এর পরে পড়তে হয়৷ নামাজের মধ্যে এটি এবং তাসমীয়া শরীফ পাঠ করে সুরা ফাতিহা পড়তে হয়।

Hijbullah Al-Galib সবার মতোই সাধারণ একজন। তিনি মনে করেন, শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ তাঁর জীবন কে সুন্দরভাবে সাজাতে পারে। আর এজন্যই তিনি Bissoy.com কে জ্ঞানের একটি প্লাটফর্ম হিসেবে বেঁছে নিয়েছেন।
Call

তা‘আওউয (تعوّذ) হলো باب تفعّل এর মাসদার। অর্থ আশ্রয় চাওয়া, আশ্রয় নেওয়া, “আউযুবিল্লাহ” পাঠ করা। নামাযে তা‘আওউয পড়তে হয় সানা পড়ার পর এবং বিসমিল্লাহ পড়ার পূর্বে।

Related Questions