নামাজে তা'বুজ কখন পাঠ করতে হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তা'বুজ (تَعَوُّذ) তীর্তক্ষেত্রে "আ'ঊযু বিল্লাহি মিনাশ শাইতনির রজীম" এর সংক্ষীপ্ত রূপ। এটি নামাজে ছানা-এর পরে পড়তে হয়৷ নামাজের মধ্যে এটি এবং তাসমীয়া শরীফ পাঠ করে সুরা ফাতিহা পড়তে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তা‘আওউয (تعوّذ) হলো باب تفعّل এর মাসদার। অর্থ আশ্রয় চাওয়া, আশ্রয় নেওয়া, “আউযুবিল্লাহ” পাঠ করা। নামাযে তা‘আওউয পড়তে হয় সানা পড়ার পর এবং বিসমিল্লাহ পড়ার পূর্বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ