নার্সিং অত্যন্ত ভালো একটি ক্যারিয়ার। ছেলে-মেয়ে কোন বিশয়ই নয় এখানে। একজন সরকারি নার্সের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ১ম শ্রেণির নার্সরা ৳৭০,০০০ এর ওপর বেতন পায়। ২য় শ্রেণির নার্সরা ৳৫৫,০০০ এর অধিক এবং ৩য় শ্রেণীর নার্সরা ৳২৫,০০০ এর বেশি বেতন পায় (তাদের টা কম কারণ তার সবে মাত্র চাকরি শুরু করেছে) এবং তাদের পেন্সন থাকে ৳১ কোটি অথবা তারো বেশি ( পজিসনের ওপর নির্ভর করে) 


বেসরকারি হাসপাতালে একজন নার্সের বেতন ৳২০,০০০ থেকে শুরু করে ৳৮০,০০০ পর্যন্ত হতে পারে । বেতনের অঙ্ক নির্ভর করে আপনার পজিশন (নার্সদের ভেতরেও অনেক পজিশন থাকে) এবং আপনার হাস্পাতালের মানের ওপর (এইটা শুধু বেসরকারি হাস্পাতালের ক্ষেত্রে প্রযোজ্য; সরকারি হাসপাতালের কর্মচারীরা সরাসরি সরকারের থেকে টাকা পায়) 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ