আপনার মোবাইলের হস্পট অন করুন ।

তারপর

আপনার ডেক্সটপের মনিটরের টাস্কবারে নেটওয়ার্ক  অপশনে ক্লিক করুন ।

এখন আপনি আপনার হস্পট নাম টা দেখতে পারবেন । এর উপর মাউস পয়েন্ট রাখলেই কানেক্ট লেখা উঠবে । এবার কানেক্ট এ ক্লিক করে  কানেক্ট করুন ।

আর মোবাইল থেকে আপনার ডেক্সটপে ইন্টারনেট চালান ।


নোট - যদি আপনার মোবাইলের হস্পটে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কানেক্ট এ ক্লিক করলে পাসওয়ার্ড চাবে । এবং আপনাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার কম্পিউটারে সাথে আপনার মোবাইলে ইন্টারনেট চালু করে ডাটা ক্যাবল সংযোগ করু,  তবে অবশ্যই এন্ড্রয়েডে মোবাইল হতে হবে, তার পর আপিনার মোবাইলের Sattings থেকে More Sattings এ প্রবেশ করুন, তারপর  Tethering & Portable Hotspot অপশনে ক্লিক করু,  এবার USB Tethering অন করে দিন, তাহলেই হয়েযাবে। ধন্যবাদ।                        

Talk Doctor Online in Bissoy App