Jamiar

Call

ধন্যবাদ। আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড এ গাণিতিক যেকোন অংকের জাবতীয় সকল কিছুই লিখতে পারবেন। এর জন্য আপনাকে কিছু ধাপ জানতে হবে আর এই ধাপ গুলো আপনাকে পর্যাক্রমে লিখে দিচ্ছি আপনি বাসায় ট্রাই করবেন।

প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন বা আপনার লেখা কোন ডুকুমেন্ট অপেন করবেন।
Insert এ যাবেন, Insert এর  Ribbon bar এর  Text অপশনে যাবেন(নিমম্নেে পিক দেখুন।)


উক্ত মার্ক করা স্থানে ক্লিক করবেন এর পরেই নিচে Field এ ক্লিক দিবেন (নিচে পিক)


Field এ ক্লিক দেওয়ার পর একটি বক্স পেইজ আসবে সেখানে থাকবে Field name তার ডান পাশে Field prosperites থাকবে(নিচে পিক)


এর পর Field Name এ আপনি Eq খুজে নিয়ে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন । এর পরেই ডান পাশে Field prosperites এর নিচে দেখতে পারবেন Equation Editor...... এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড পেইজে একটি Equation  বক্স ও টেক্সট বক্স আসবে(নিচে পিক)। আপনি Equation বক্স থেকে গণিতের সকল চিহ্ন আপনি নিতে পারবেন। আপনি বিজগণীত সহ সকল গাণীতিক চিহ্ন ও অংক করতে পারবেন।আসা করি বুঝতে পারছেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ