হৈম ১ শব্দের বাংলা অর্থ [হোইমো] (বিশেষণ) ১ স্বর্ণময়; স্বর্ণনির্মিত। ২ স্বর্ণবর্ণ; সোনালি (দুই বিন্দু প্রেমঅশ্রু মুক্তার মত হিরণের হৈম গণ্ডে-কায়কোবাদ)। ৩ স্বর্ণসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) হেমন্+অ(অণ্)};
ভনি শব্দের বাংলা অর্থ [ভুনি] (বিশেষ্য) ১ হিন্দু বিধবাদের পরিধেয় পাড়হীন মোটা তসরের ধুতিবিশেষ। ২ সূক্ষ্ম রেশমি কাপড়; গরদের শাড়ি (শত শত একজায় গুজরাটে তন্তুবায় ভুনি ধুতি আদি বুনে গড়া-কবিকঙ্কণ...