শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ব্যাখ্যা শব্দের বাংলা অর্থ ব্যাখ্যা, ব্যাখ্যান [ byākhyā, byākhyāna ] বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান।;[সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]।;ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন।;ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী।;ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন।;[ব্যাক্‌খা] (বিশেষ্য) ১ বর্ণনা; বিশদ বিবরণ। ২ টীকা- টিপ্পনী। ৩ অর্থ বা মানে প্রদান। ব্যাখ্যাত (বিশেষণ) ব্যাখ্যা করা হয়েছে এমন; বিবৃতি; বিস্তারিতভাবে কথিত। ব্যাখ্যাতা (বিশেষণ) ব্যাখ্যাকারী বা বর্ণনাকারী; টীকাকার। ব্যাখ্যান (বিশেষ্য) ১ অতিরঞ্জন; ফলাও করে বর্ণনা করা। ২ বর্ণনা। ৩ টীকা। ব্যাখ্যেয় (বিশেষণ) ১ ব্যাখ্যা করতে হবে এমন। ২ ব্যাখ্যার যোগ্য; বর্ণনীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+আখ্যা};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ