শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চঞ্চল শব্দের বাংলা অর্থ [চন্‌চল্‌] (বিশেষণ) ১ অস্থির; চলনশীল; চলমান। ২ ছটফটে, চপল; অশান্ত। ৩ চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র। ৪ নড়ছে এমন; কম্পমান। ৫ বিচলিত। চঞ্চলতা বি। চঞ্চলা বিণ, স্ত্রী চঞ্চল অর্থে। □(বিশেষ্য) বিদ্যুৎ; চপলা (মনের গতি আকাশের চঞ্চলা হতে বেশি চঞ্চল-মীর মশাররফ হোসেন) ৩ হিন্দু দেবতা লক্ষ্মী (চঞ্চলা তোমার কৃপা চঞ্চলা সমান-ভারতচন্দ্র রায়গুণাকর)। চঞ্চলিত (বিশেষণ) ১ চাপল্যযুক্ত; চাঞ্চল্যবিশিষ্ট। ২ বিচলিত; আন্দোলিত; আলোড়িত (নিদ্রা পারাবার যেন স্বপ্ন চঞ্চলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। চঞ্চলিয়া (বিশেষণ) চঞ্চলতাবিশিষ্ট। □(বিশেষ্য) চঞ্চল প্রাণী বা বস্তু। □(অসমাপিকা ক্রিয়া) ১ চঞ্চল হয়ে। ২ চঞ্চল করে। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+য(যঙ্‌)> √চঞ্চল্‌+অ(অন্‌) অথবা, √চঞ্চ্‌+অল(অলচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ