শেয়ার করুন বন্ধুর সাথে

যে ইউনিটের মাধ্যমেকম্পিউটারকে যাবতীয় তথ্য বা উপাত্ত প্রদান করা হয়, তাকে ইনপুট ইউনিট বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sumya Akter

Call

কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করার জন্য প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। কম্পিউটারকে দেওয়া এই তথ্য হচ্ছে ইনপুট (Input)। কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য অনেক রকম যন্ত্র ব্যবহার করা হয়। যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয়, সেগুলােকে ইনপুট ডিভাইস বলা হয়। নিম্নে কতিপয় ইনপুট ডিভাইসের নাম উল্লেখ করা হলাে।

১) কী-বাের্ড (Keyboard)
২) ডিরেক্টরি এন্ট্রি যন্ত্রপাতি
ক) নির্দেশক যন্ত্রপাতি
 

  • মাউস (Mouse)
  • ট্রাকবল (Track Ball)
  • টাচস্ক্রিন (Touchscreen)
  • লাইটপেন (LightPen)
  • জয়স্টিক (Joy - stick)
  • ডিজিটাইজার (Digitizer) বা গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
  • কলমভিত্তিক সিস্টেম (Pen Based System)
  • খ) স্ক্যানিং যন্ত্রপাতি
     
  • স্ক্যানার (Scanner)
  • এমআইসিআর (MICR)
  • ওএমআর (OMR)
  • ওসিআর (OCR)
  • গ) সেন্সর যন্ত্রপাতি
     
  • বারকোড রিডার (Barcode Reader)
  • সেন্সর (Sensor)
  • ঘ) স্মার্ট ও অপটিক্যাল কার্ড যন্ত্রপাতি
     
  • স্মার্ট কার্ড (Smart Card)
  • মেমােরি কার্ড (Memory Card)
  • ঙ) অডিও ইনপুট যন্ত্রপাতি
     
  • মাইক্রোফোন (Microphone)
  • চ) ভিডিও ইনপুট যন্ত্রপাতি
     
  • ওয়েবক্যাম (WebCam)
  • ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
  • ছ) অন্যান্য
     
  • পাঞ্চকার্ড (Punch Card)
  • চৌম্বক টেপ ড্রাইভ (Magnetic Tape Drive)

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ