ইতিহাস (στορία) বা History শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Historia থেকে। যার অর্থ মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। মূলত মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর সময় সীমা এবং এর বৃস্তারিত কালের স্বক্ষী স্বরূপ  সমন্বয় নিয়ে আলোচনা করাকেই ইতিহাস বলে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইতিহাস(history)  শব্দটি এসেছে গঅরিক শব্দ historhistorian থেকে। ইতিহাস হলো অতীতে  হলো ঘটে যাওয়া ঘটনা। 
উদাহরণস্বরুপ বলা যায়ঃ ১০ মিনিট আগে একটি দুর্ঘটনা ঘটে গেল। এই দুর্ঘটনাটি ও একটি ইতিহাস ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক কথায় বলতে গেলে কালের সাক্ষীস্বরুপ কে ইতিহাস বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

ইতিহাস (στορία) বা History শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Historia থেকে। যার অর্থ মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। মূলত মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর সময় সীমা এবং এর বৃস্তারিত কালের স্বক্ষী স্বরূপ  সমন্বয় নিয়ে আলোচনা করাকেই ইতিহাস বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইতিহাস বা History শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Historia থেকে। যার অর্থ মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। মূলত মানুষের অতীতে ঘটে যাওয়া ঘটনা ও কার্যাবলীর সময় সীমা এবং এর বিস্তারিত কালের  সাক্ষী স্বরূপ  সমন্বয় নিয়ে আলোচনা করাকেই ইতিহাস বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইতিহাসের ইংরেজি হল history or antecedent. অতিতের ঘতে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইতিহাস হল সমাজ, সভ্যতা ও মানুষের রেখে যাওয়া নিদর্শনের উপর গবেষণা ও সেখান থেকে অতীত সম্পর্কের সিদ্ধান্ত ও শিক্ষা নেবার শাস্ত্র।ইতিহাস সন্ধিবিচ্ছেদ করলে হয় ইতি  হ  আস, এই রকম ছিল। বাংলা ইতিহাস শব্দটির ইংরেজি পরিভাষা হচ্ছে হিস্টোরি। গ্রীক শব্দ হিস্টোরিয়া থেকেই এই হিস্টোরিশব্দটির উৎপত্তি। যার অর্থ কোন কিছু কারন সন্ধান। ইংরেজি শব্দ স্টোরি থেকে এই শব্দটির ব্যুৎপত্তিগত কারন সন্ধান পাওয়া যায়। ১৯১১ সালের এনস্লাইকোপেডিয়া ব্রিটানিকাতে প্রকাশিত সংজ্ঞা মতে, ইতিহাস হল ঘটে যাওয়া ঘটনাবলী, যাতে মানবজীবনে ঘটে যাওয়া সব বিষয়ই শুধু নয় প্রকৃতির ঘটনাবলীও অন্তর্ভুক্ত। সব কিছুই পরিবর্তিত হয় এং আধুনিক বিজ্ঞান দেখায় যে, কিছুই পরম নয়। ফলে, সমগ্র মহাবিশ্ব ও এর সকল অংশেরই ইতিহাস বিদ্যমান।

http://www.beshto.com/questionid/58212

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ