Call

ম্যালেরিয়া একটি মারাত্মক অসুখ যা মশার কামড় থেকে ছড়ায়। মশারা যাতে প্রজননের মাধ্যমে বাড়তে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পরিবার এবং গ্রাম সংসদ এলাকার প্রত্যেক সদস্য ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারেন। জমে থাকা পরিষ্কার জলে মশাদের প্রজনন ভাল হয়। কাজেই বাড়ির কাছাকাছি জল জমে থাকে এমন জায়গা থেকে জল বের করে দিতে হবে, জলের পাত্র অথবাটাঙ্কের মুখ ঢেকে দিতে হবে, বাড়ির চারদিক পরিষ্কার রাখতে হবে। সকলে মিলে এরকম প্রচেষ্টা নিলে তবেই এলাকায় ম্যালেরিয়া এবং মশার কামড় থেকে হয় এমন অসুখ প্রতিরোধ করা সম্ভব। এর সঙ্গে সারা বছর মশারি ব্যবহার করা প্রয়োজন। ম্যালেরিয়ায় আক্রান্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শুরু করানো দরকার। জুর তাড়াতাড়ি সেরে গেলেও ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে পূর্ণ চিকিৎসা করানো উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ