মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? সঠিক উত্তর যকৃত

যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়।যকৃতের কাজযকৃতে পিত্তরস তৈরী হয় যা যকৃত থেকে নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে। প্রয়োজনানুযায়ী অন্ত্রে পিত্তরসের সরবরাহ ঘটে। বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে মানবদেহে উৎপন্ন বিষ জাতীয় পদার্থ যকৃত কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

অধিক ফলনের উদ্দেশ্যে চাষাবাদযোগ্য জমিতে দীর্ঘদিন যাবৎ নানা প্রকার সারের, কীটনাশকের অধিক মাত্রায় ব্যবহার চলছে । বিশেষজ্ঞদের আংশকা, এর ফলে ্ামাঞ্চলের জলাধারগুলো এক বিশেষ মাত্রায় দুষিত হয়ে গেছে। "বৃষ্টিপাতের ফলে জমিতে প্রয়োগকৃত সার, কীটনাপকের একটি অংশ ধুয়ে নিকটবর্তী জলাধার সহিত নর এছাড়াও আর্সেনিক দূষনের কারণে তূগর্ভের এ নির্দিষ্ট স্তর পর্যন্ত জলাধারের পানি দুষিত বলে চিক্তিত করা হয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশের এক উলেখ্যয়োগ্য সংখ্যাক গ্রামাঞ্চলের মানুষ সুপেয় পানির “সংকট'-এ ভুগছে । উপরের অনুচ্ছেদটি যে সমস্যাকে কেন্দ্র করে রচিত তা হলো-

উৎপাদনের কোন মাত্রায় মুনাফা সবচেয়ে বেশি হয়?

নিম্নের কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সটিক নয় ?

নিচেরঅ নুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওরানা প্লাজা ধসে আহত শামীমকে চিকিৎসার জন্য কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । ডাক্তার তার অত্যধিক রক্তক্ষরণ দেখে দ্রুত রক্ত দেওয়ার কথা বলে ।শামীমকে বাচানোর তাগিদে উপস্থিত একজন ব্যক্তি তাকে দ্রুত এক ব্যাগ রক্ত দেন। রক্ত নেওয়ার পর অন্যান্য চিকিৎসা শেষে দুই সপ্তাহ পর মোটামুটি সুস্থ হয়ে শামীম বাড়ি ফিরে যায়। মাস ছয়েক পর তার শরীরে চুলকানি ও শুকনা কাশি দেখা দেয়। এসবের পাশাপাশি ঘন ঘন জ্বর, পাতলা পায়খানাও হতে লাগল ।সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে কিছু ঔষধ দেন এবং পরিবারকে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করতে পরামর্শ দেন । শামীম কী রোগে আক্রান্ত হয়েছে?

মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়?

আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে?