বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে? সঠিক উত্তর ৬১টি জেলা

২০১০ খ্রিষ্টাব্দের ২২ মার্চে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ৬১ টি জেলার নলকূপের পানি - পরীক্ষার তথ্য পরিবেশিত হয়। এ থেকে জানা যায়, ৬১ টি জেলার ২৩৩টি উপজেলার ২,০০০ ইউনিয়নের ৩১,৪৯৭টি গ্রাম আর্সেনিক দূষণের শিকার। বাংলাদেশের মান অনুযায়ী যেসব এলাকায় ৫% নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া যায়, সেসব এলাকাকে আর্সেনিক দূষণের শিকার এলাকা বলে চিহ্নিত করা হয়। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, যশোরের দেয় তথ্যমতে, যশোর জেলায় আর্সেনিকে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩,০০০ জন। জেলার শার্শা (৫৫০ জন), চৌগাছা (৯৫০ জন) ও ঝিকরগাছায় এই প্রকোপ সবচেয়ে বেশি। এমনকি উপজেলাগুলোর কয়েকটি গ্রামে প্রায় ৬০% মানুষই আক্রান্ত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নলকূপের পানির আর্সেনিক অপসারণ করতে পারে নিচের কোন ন্যানোকণাটি ?

অধিক ফলনের উদ্দেশ্যে চাষাবাদযোগ্য জমিতে দীর্ঘদিন যাবৎ নানা প্রকার সারের, কীটনাশকের অধিক মাত্রায় ব্যবহার চলছে । বিশেষজ্ঞদের আংশকা, এর ফলে ্ামাঞ্চলের জলাধারগুলো এক বিশেষ মাত্রায় দুষিত হয়ে গেছে। "বৃষ্টিপাতের ফলে জমিতে প্রয়োগকৃত সার, কীটনাপকের একটি অংশ ধুয়ে নিকটবর্তী জলাধার সহিত নর এছাড়াও আর্সেনিক দূষনের কারণে তূগর্ভের এ নির্দিষ্ট স্তর পর্যন্ত জলাধারের পানি দুষিত বলে চিক্তিত করা হয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশের এক উলেখ্যয়োগ্য সংখ্যাক গ্রামাঞ্চলের মানুষ সুপেয় পানির “সংকট'-এ ভুগছে । উপরের অনুচ্ছেদটি যে সমস্যাকে কেন্দ্র করে রচিত তা হলো-