Md. Junaid Hossen Alif

Md. Junaid Hossen Alif

Md. Junaid Hossen Alif

  • Male | |
প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

স্ক্রিন প্রব্লেম।

আমার হাতে চুলকানি জাতীয় কিছু হয়েছে, যেটি ভিতর পানি জাতীয় কিছু থাকে, আর এগুলো খুব চুলকায়, এগুলো কব্জি পর্যন্ত সীমাবদ্ধ। কব্জির উপরে হাতে লাল লাল এমন কিছু হয়েছে যেটাও অনেক চুলকায়। লাল লাল কেমন যেন একটু। দুই হাতের অবস্থাই এরকম। আর শরীরে, ঘাড়েও চুলকায়। রানের চিপা চাপাতেও ছিল সেগুলো একটু আবার অন্যরকম , ওষুধ ব্যবহার করে কমেছে একটু, তবে এখনো আছে। আর দুই পা কেমন যেন লাল হয়ে থাকে জায়গায় জায়গায়,সেগুলো অনেক চুলকায়, একপর্যায়ে চুলকাতে চুলকাতে ছিলে ফেলি। তারপর জলে এবং তারপর কেমন যেন কালো হয়ে যায় জায়গাটা ছেলার পরে। প্রায় তিন থেকে চার মাস হলো এই সমস্যা অনেক ওষুধ খেয়েছি ডাক্তার দেখিয়েছি ভালো হচ্ছে না এখন আমার কি করা উচিত। আমার রক্তে কি কোন প্রবলেম আছে কিনা বা কি করা উচিত একটু পরামর্শ দিবেন দয়া করে। রাতের বেলায় এগুলো আরো বেশি চুলকায়, জীবন শেষ হয়ে যাচ্ছে আমার। 0 likes | 6 views

লম্বা হতে চাই। এই সমাজে কতই আর হাসির পাত্র হব।?

আমার বয়স ১৭+।দশম শ্রেণির ছাত্র। কিন্তু বয়স এর তুলনায় আমার উচ্চতা অনেক কম। মাত্র 5ফিট১ইঞ্চি। এতে আমার বন্ধু বান্ধব। অ পরিবারের অনেকের কাছে। কথা শুনতে হয়। বন্ধু বান্ধব ঠাট্টা-তামাশা করে। মাঝে মাঝে রাগে মনে হয় আত্মহত্যা করি। কিন্তু কি করব। এখানে তো আমার হাত নেই৷ আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি তেমন। তার কাছে হয়তো আমাকে ভালো লাগে৷ কিন্তু তবুও সব কিছুর একটা মাত্রা থাকে৷ আমি এটা প্রতিকার চাই। 1 likes | 84 views

আমার বয়স ১৭+।দশম শ্রেণির ছাত্র। কিন্তু বয়স এর তুলনায় আমার উচ্চতা অনেক কম। মাত্র 5ফিট১ইঞ্চি। এতে আমার বন্ধু বান্ধব। অ পরিবারের অনেকের কাছে। কথা শুনতে হয়। বন্ধু বান্ধব ঠাট্টা-তামাশা করে। মাঝে মাঝে রাগে মনে হয় আত্মহত্যা করি। কিন্তু কি করব। এখানে তো আমার হাত নেই৷ আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি তেমন। তার কাছে হয়তো আমাকে ভালো লাগে৷ কিন্তু তবুও সব কিছুর একটা মাত্রা থাকে৷ আমি এটা প্রতিকার চাই।?

0 likes | 4 views