Imran Bin ilias

Imran Bin ilias

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Imran Bin ilias

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমার খুব বেশী কাশী কি খেতে পারি?

0 likes | 23 views

কাউকে বোন মানলে তার সঙ্গে দেখা দেয়া যাবে কি

জিজ্ঞাসা: আসসালামু আলাইকুম, হুজুর, একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব রয়েছে, তার সাথে আমার সম্পর্কটা নিজ ভাই বোনের মত, আমাদের মধ্যে কোন খারাপ কথাবার্তাও হয় না, একদম নিজ ভাই বোনের মত আমাদের সম্পর্ক, হুজুর আমাদের এই সম্পর্কে শরিয়তে অনুযায়ী কী বলে, আমাদের কি কথা বললে গোনাহ হবে? আমরা দুজন নিজের আপন ভাই বোনের মত। দয়া করে জানাবেন।–নাম প্রকাশে অনিচ্ছুক। 


জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته 

মুমিন-পুরুষ হোক কিংবা নারী- তারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। 

আল্লাহ তাআলা বলেন, إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। (সূরা হুজুরাত ১০) উক্ত আয়াত থেকে বুঝা যায়, মুমিন পুরুষ মুমিন নারীকে ‘বোন’ কিংবা মুমিন নারী মুমিন পুরুষকে ‘ভাই’ বলে সম্বোধন করতে পারবে। তবে উক্ত সম্বোধন দ্বারা আপন বোনের মত কিংবা আপন ভাইয়ের মত মাহরাম মনে করা যাবে না এবং এর কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ, অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি জায়েয হয়ে যাবে না। কেননা, 

আল্লাহ তাআলা বলেন, إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। (সূরা আহযাব ৩২) 

والله أعلم بالصواب

0 likes | 33 views

যৌন অক্ষমতা থাকাবস্থায় বিবাহ করা বৈধ হবে কি

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি খুব অসহায় হয়ে প্রশ্ন করছি। আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক হয়। আমাদের পরিবারকে সাথে নিয়ে বিয়ে করার ইচ্ছা আছে। তবে আমি আমার শারীরিক সক্ষমতা নিয়ে খুবই চিন্তিত। আমি স্টাডি করে দেখেছি অকাল বীর্যপাতের মেডিকেলের ভাষায় প্রিম্যাচিউর ইজাকুলেশনে এর সমস্যা হয়তো আছে। এমতাবস্থায় আমার কি বিয়ে করা ঠিক হবে? আমি ইসলামের আইন অনুযায়ী কী করতে পারি? এমতাবস্থায় আমার কী করা উচিত?–প্লিজ নাম প্রকাশ করবেন না। 


জবাব

وعليكم السلام ورحمة الله وبركاته স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করা স্ত্রী হিসেবে তার অধিকার। এই অধিকার পূরণ করা সক্ষম স্বামীর ওপর ওয়াজিব। কেননা, 

আল্লাহ তাআলা বলেছেন, وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচারণ কর। (সূরা নিসা ১৯) আল মাউসুয়া’তুল ফিকহিয়্যা (৩০/১২৭)-তে এসেছে, 

من حقّ الزّوجة على زوجها أن يقوم بإعفافها ، وذلك بأن يطأها ، وقد ذهب جمهور الفقهاء – الحنفيّة والمالكيّة والحنابلة – إلى أنّه يجب على الزّوج أن يطأ زوجته ‘স্বামীর ওপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবন যাপনের প্রতি যত্নশীল হবে। হানাফি, মালেকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ ফকিহর মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য ওয়াজিব।’ সুতরাং যদি কারো আশঙ্কা হয় যে, সে স্ত্রীর উক্ত অধিকার আদায় করতে পারবে না তাহলে তার জন্য বিয়ে করা জায়েয নেই। (আহকামুল উসরাতি ফিল ইসলাম ৫৮৮)


 والله أعلم بالصواب 

উত্তর দিয়েছেন :শায়েখ উমায়ের কোব্বাদী

0 likes | 196 views

নাকের পানি কি নাপাক

নাকের পানি অথবা বয়স্কদের নাকের পানি কাপড়ে লাগলে তার হুকুম কি? এক্ষেত্রে কাপড় বদল করা কি জরুরী নামাজের জন্য?–এনামুল 


জবাব: নাকের পানি নাপাক নয়। 

অবশ্য যদি পুঁজ হয় তাহলে তা নাপাক। 

সুতরাং নাপাকের পানি কাপড়ে লাগলে পবিত্র করা কিংবা পরিবর্তন করা জরুরি নয়। 

তবে ময়লার কারণে খারাপ লাগলে পরিষ্কার করে নিতে পারেন। 

আম্মার ইবনে ইয়াসির রযি. থেকে বর্ণিত, তিনি বলেন, : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ – ﷺ – وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ রাসূলুল্লাহ ﷺ আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। হাদিস শরিফে এসেছে, 

তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেন, হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকির হুকুমের ক্ষেত্রে)। 

(সুনানে দারাকুতনী ৪৫০) 

والله أعلم بالصواب

0 likes | 24 views

লিংক শর্ট?

আসসালামু ওয়ালাইকুম। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের কাছে জানতে চাই।

এফিলিয়েট মার্কেটিং করার জন্য যে লিংক দেওয়া হয় সেটা কোনো তৃতীয় কোনো লিঙ্ক শর্ট। যেমন, 

(bitly.com , tinyurl.com cuttly.com

থেকে এফিলিয়েট মার্কেটিং লিংক টি শর্ট করে মার্কেটিং করলে কোনো সমস্যা হবে  নাকি হবে না?

0 likes | 17 views

বার বার একই পাপ করলে কি আল্লাহ মাফ করেন?

0 likes | 69 views

তাকবীরে তাশরীক বলতে কি বুঝায়?

0 likes | 24 views