আবদুল নবী

আবদুল নবী

আবদুল নবী

  • Male | |
প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি কি আমার মা এর আপন বোন এর ছেলের মেয়েকে বিয়ে করতে পারব?

ইসলাম এর নিয়ন অনুসারে আমি কি আমার মা এর আপন বোন এর ছেলের মেয়েকে বিয়ে করতে পারব?

0 likes | 22 views

বউ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি দায়করে সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন?

কেউ অামাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন, অনেক দুশ্চিন্তায় আছি, জীবন টা শেষ হয়ে যাচ্ছে অামার । দয়াকরে ‌অামি বিয়ে করছি ৭ মাস হলো। বউ একটু মোটা বয়স ১৫-১৬ ওজন (৭২কেজি) ‌হওয়ার কারনে অার মনের মত সুন্দরি না হওয়ার কারনে, অামার পছন্দ হয় নি। বয়সের তুলনায় একটু উচা লম্বাও বেশি। যার কারনে বিয়ের পর পছন্দ হয় নি৷ তবে একবারে অসুন্দর ও না কাটিং ভাল ৷ অামার মা অামাকে চাপ দিয়েছিল এই বিয়ের কারনে, যে জন্য অামিও মাকে প্রায় ই বলছি তোমারি দোষ অামি যেতে চাই নি কেন জোর করে পাঠাইছো, অার উনিও বিয়ের পর থেকে বউকে পছন্ করে না৷ অামি এই বউ মানি না৷ ছেরে দেবো। যেহেতু যে রকম সুন্দরি চাইছিলাম সে রকম না৷ এসব কিছুদিন বলাতে উনিও ক্ষেপে গেছে। অার তিক নিয়ে অামার বউকে ডিভোর্স দেয় ৩দিন অাগে।৷ যদিও ডিভোর্সের সময় সামনে অামি উপস্থিত ছিলাম না এবং অামার স্বাক্ষর ও দেওয়া হয় নি৷ তবে মেয়ে পক্ষ জোর করে মেয়ের সাক্ষর দিয়েছে। এটা কি ইসলাম অনুযায়ী ডিভোর্স হবে??? ও দিতে চায় নি যদিও ডেট টা অাগে থেকে নির্ধারন করা ছিল। তবে সে দিন থেকে অামার মনে হচ্ছে যে এই সামান্য করনে ওকে এভাবে ছারা ঠিক হলো না৷ বড় অন্যায় হয়ে গেলো।।নিজের মধ্যে অনেক অপরাধ বোধ কাজ করতেছে- মনে হচ্ছে এর ফলাফল অামার কখনো ভালো হবে না। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে৷ সবসময় টেনশন হচ্ছে। ধবংস হয়ে যাবো এমন মনে হচ্ছে। এসব মনে হওয়ার কারন কি। অামার মাথায় খুব চাপ পরে। অনেক টেনশন হচ্ছে। এখন অামি ওকে অানতে চাই। কিন্তু অামার মা বলে ওকে অানলে অামি বাড়ি ছেরে চলে যাবো। এখন অামার কোনটা করা ঠিক হবে। দয়াকরে বলুন।সাহায্য করুন।।

0 likes | 39 views

আপন চাচাতো বোনের ননদের মেয়েকে বিয়ে করা কি জায়েজ?

0 likes | 25 views

বি‌য়ে বৈধ হ‌বে কিনা?

কো‌নো নারীর আ‌গের স্বামীর মে‌য়ে,নি‌জের গর্ভজাত মে‌য়ে নয়। সেই নারী ও মে‌য়ে কি সতীন হ‌তে পার‌বে? অর্থ্যাৎ একই  পুরু‌ষের  স্ত্রী  হ‌তে  পার‌বে? 

0 likes | 34 views

আমীনের খোরাকি। ইংরেজিতে কি হবে?

1 likes | 19 views