abortoman

abortoman

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

abortoman

ব্লগিং,ওয়ার্ডপ্রেস,প্রযুক্তি,স্কিল ডেভেলপমেন্ট ও বিবিধ বিষয় নিয়ে প্রাথমিক ধারণা ও তথ্য সম্পর্কিত একটি ব্লগ সাইট।

  • Male | Single |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 111 বার দেখা হয়েছে | এই মাসে 111 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 32 বার
3 টি উত্তর দেখা হয়েছে 79 বার
2 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এর প্রোফাইল পিকচার যেভাবে হাইড করবেন !

আমরা যারা হোয়াটসঅ্যাপ (Whatsapp) ও টেলিগ্রাম (Telegram) ইউজার আছি তারা অনেকেই এই সম্পর্কে জানি। আবার হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমাদের এই লেখাটি।

অন্যান্য ইউজার থেকে আপনার প্রোফাইল পিকচার হাইড করার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে এই ফিচারটি রয়েছে। তবে তাদের আগের ভার্সন এ আপনার কন্টাক্ট নাম্বারে যারা ছিলো শুধু তারা বাদে আর অন্য কেউ প্রোফাইল পিকচার দেখতে পেতো না।

তবে এর পরবর্তী বা সাম্প্রতিক ভার্সনগুলোতে এই ফিচারটি রয়েছে। যেখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটি সবাইকে দেখাতে পারবেন। আর এখন, কোন নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে আপনার প্রোফাইল পিকচারটি দেখাতে চাচ্ছেন না সেটিও পারবেন।

তাহলে চলুন কয়েকটি ধাপের মাধ্যমে জেনে নিই হোয়াটসঅ্যাপ (Whatsapp) ও টেলিগ্রামে (Telegram) প্রোফাইল পিকচার হাইড করার বিষয়টি।

হোয়াটসঅ্যাপ এ প্রোফাইল পিকচার হাইড
হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং ডান পাশে উপরের দিকে ৩ টি ডট চিহ্নিত মেনুটিতে ক্লিক করুন। লিস্টে থাকা অপশন থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংস পেইজটি আসার পর ‘Account’ এ যান।


2. Account এ গিয়ে Privacy তে ট্যাপ করুন এবং ‘Who can see my personal info’ সেকশনে Profile Photo তে ক্লিক করুন।

3. এখন সেখানে Profile photo privacy এর সেটিংস দেখতে পাবেন – Everyone, My Contacts, Nobody। আপনার প্রোফাইল পিকচারটি কাউকে দেখাতে না চাইলে nobody সিলেক্ট করুন। শুধু আপনার মোবাইলে থাকা কন্টাক্টগুলোকে দেখাতে চাইলে my contacts সিলেক্ট করুন। আর সবাইকে দেখাতে চাইলে everybody সিলেক্ট করুন।


টেলিগ্রাম এ প্রোফাইল পিকচার হাইড
টেলিগ্রাম ওপেন করুন এবং উপরের দিকে বাম পাশের মেনুতে ক্লিক করুন। সেটিংস এ গিয়ে ‘Privacy and Security’ ট্যাপ করুন।

Privacy and Security সেকশন এর ভিতর ‘Profile Photos’ সেটিংসটা দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে – Everyone, My contacts ও Never allow অপশনগুলো দেখতে পাবেন। কোন নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ থেকে প্রোফাইল পিকচার হাইড করতে never allow তে গিয়ে সিলেক্ট করতে হবে।



Never Allow তে গিয়ে যে কন্টাক্ট বা গ্রুপ থেকে আপনার পিকচারটি হাইড করতে চাচ্ছেন তাদের কন্টাক্ট লিস্ট থেকে তাদের নাম সিলেক্ট করুন। তা নিশ্চিত করার পর সবার উপরে ডান পাশে একটা টিক মার্ক দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন।

এভাবে Always Allow এর মাধ্যমে আপনি যাকে আপনার পিচকার দেখাতে চান তার কন্টাক্ট নাম্বার সিলেক্ট করুন।

তো এই ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম প্রোফাইল পিচকার হাইড করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও অন্যান্য স্যোশাল মিডিয়া অ্যাপস সম্পর্কিত টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের সাইটে চোখ রাখুন। আর্টিকেলটা ভালো লাগলে এবং আপনাদের যদি কিছু পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।


ছবিসহ আর্টিকেলটি পড়তে ক্লিক করুন ঃ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এর প্রোফাইল পিকচার যেভাবে হাইড করবেন !


0 likes | 1625 views

বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার ৫ টি এন্ড্রয়েড অ্যাপস

আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো, বাংলা টু ইংলিশ ও ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার ৫ টি কার্যকরী অ্যাপস সম্পর্কে। আমাদের দেশে অনেক ইংলিশ এক্সপার্ট রয়েছেন। তা স্বত্তে ও ইংলিশ নিয়ে আমাদের দেশে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারো কাছে ইংলিশ পানির মতো সোজা আবার কারো কাছে একটু কঠিন মনে হয়। তবে এদেশে পড়ালেখা করা লোকজন কম বেশি কাজ চালানোর মতো ইংলিশ জানে। ইংলিশ জানা থাকলে ও অনেকের বিশেষ কিছু প্রয়োজন কিংবা জানার জন্য বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এর প্রয়োজন হয়। আমরা যারা ইংলিশে এক্সপার্ট নই তাদের কিছু কিছু ক্ষেত্রে অনেক ইংরেজি শব্দের অর্থ জানার প্রয়োজন হয়। অথবা অনেক লম্বা বাক্য বুঝতে বেগ পেতে হয়। সে ক্ষেত্রে অনেকে সহজ সমাধান পেতে শব্দ বা বাক্যের অর্থ বুঝার জন্য ট্রান্সলেটর ব্যবহার করে থাকে। বাংলা শব্দের ইংরেজি অর্থ জানার জন্য যে ডিকশনারিগুলো রয়েছে সেগুলো এখনও সেভাবে শব্দ দিয়ে সমৃদ্ধ করা হয়নি। তাই অনেকে কোনো শব্দের অর্থ বা সমার্থক শব্দ জানার জন্য ট্রান্সলেটর অ্যাপস ব্যবহার করে থাকে। চলুন কথা না বাড়িয়ে এই অ্যাপসগুলো সম্পর্কে জেনে নিই। 


আবর্তমান.কম - ব্লগিং ও ওয়ার্ডপ্রেস সম্পর্কিত একটি ব্লগ


বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপস 

১. Google Translate : ট্রান্সলেট করার সবচেয়ে জনপ্রিয় ট্রান্সলেটর হলো গুগল ট্রান্সলেটর। পৃথিবীতে যতগুলো মেজর ভাষা রয়েছে প্রায় সব ভাষা ট্রান্সলেট করা সম্ভব গুগল ট্রান্সলেটর দিয়ে। 1 বিলিয়ন এর বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপসটি। এতে রয়েছে অফলাইনে ট্রান্সলেট করার সুবিধা। এক কথায় বলতে গেলে, গুগল ট্রান্সলেটর হলো সকল ট্রান্সলেটর এর জনক। 

২. Microsoft Translator : ৭০ টির ও বেশি ভাষা অনলাইন ও অফলাইনে অনুবাদ করার সক্ষমতা নিয়ে Google translate এর পর অবস্থান করছে Microsoft Translator। গুগল ট্রান্সলেটর এর মতো সকল ফিচার রয়েছে Microsoft এর Translator অ্যাপসে। Google Translate এর মতো এতে ও ছবির মাধ্যমে অনুবাদ করার ফিচারটি রয়েছে। প্লে স্টোরে ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপসটি। 

৩. Bangla to English Translation & Dictionary : CrossAppers ডেভেলপার টিমের এই অ্যাপসটিতে ট্রান্সলেশন এর পাশাপাশি রয়েছে ভয়েস সার্চ, ডিকশনারি এবং Idioms & Phrases শেখার অপশন। ক্লিন ইউজার ইন্টারফেস ও এক্সপেরিয়েন্স পাবেন এই অ্যাপসটি ব্যবহার করে। একটি আদর্শ ট্রান্সলেশন ও ডিকশনারি হিসেবে এই অ্যাপসটি দারুন কাজ করে যাচ্ছে। 

৪. Translate All - Speech Text Camera Translator : Translator Lab এর Translate All অ্যাপস এ প্রায় সকল ভাষা ট্রান্সলেট করা যায়। এতে আকর্ষণীয় যে ফিচারটি রয়েছে সেটি হলো ক্যামেরা ট্রান্সলেশন। আপনার ফোনে থাকা ছবি বা ক্যামেরা দিয়ে তোলা লেখা সম্বলিত ছবি সহজে ট্রান্সলেট করতে পারবেন এই অ্যাপস এর মাধ্যমে। গুগল প্লে স্টোরে ১০ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপসটি। 

৫. Bengali - English Translator : এ অ্যাপসটির মাধ্যমে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা এই দুইটি ভাষার ট্রান্সলেশন সহজে করতে পারবেন। ট্রান্সলেশনের জন্য ২ এমবি সাইজের এই অ্যাপসটি দারুন কাজ করে থাকে। বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ভাষা অনুবাদ করার জন্য এই সহায়ক অ্যাপসগুলোর তুলনা হয় না। আশা করি আমাদের এই লেখাটি আপনাদের ভালো লাগবে এবং কমেন্ট করে আপনার মতামতটি ও জানাতে পারেন।

0 likes | 1637 views

আত্নকর্মসংস্থান কি?

0 likes | 3434 views

bKash এর মাধ্যমে ডোমেইন ও হোস্টিং কেনার Best Trusted সাইটের নাম জানতে চাই?

আমার international কোনো কার্ড নেই আবার ব্যাংকে কোনো Account ও নেই ।সেক্ষেত্রে bKash এর মাধ্যমে ডোমেইন ও হোস্টিং কেনার ভালো কোনো সাইট থাকলে সেগুলোর নাম জানতে চাই ।অথবা সুপরামর্শ চাই । note: Wapkiz এ আমার ওয়েবসাইট আছে সেটার জন্য । ধন্যবাদ 0 likes | 2825 views

ব্লগার সাইট কে কিভাবে সার্চ পেজের প্রথমের দিকে আনবো?

গুগল সার্চ ইন্জিনে যোগ করা আছে।তাছাড়া সাইটম্যাপ ও যোগ করা আছে।এবং ৪ টি পোস্ট করা আছে।কিন্তু পোস্টের টাইটেল লিখে সার্চ দিলে ও সার্চ পেজে আসেনা। 0 likes | 2816 views