Zahid1996

Zahid1996

Zahid1996

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 2.74k বার দেখা হয়েছে | এই মাসে 2.74k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 1.33k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.41k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

Rangs Electronics Ltd. (Sony-Rangs) এ বাণিজ্যমেলার সেলস এক্সিকিউটিভদের বেতন আনুমানিক কত হতে পারে কেউ পূর্বে করে থাকলে একটু জানান?

গত মাসে RANGS ELECTRONICS LTD. (SONY-RANGS)  ২০২০ বাণিজ্যমেলায় সেলস এক্সিকিউটিভ পদের  জন্য সার্কুলার দিয়েছে। আমি যথারীতি আবেদন করেছি। এখন ইন্টারভিউয়ের জন্য ডাকছে।  আমার প্রশ্ন হলো, Sony-Rangs এর বাণিজ্যমেলায় এই সেলস এক্সিকিউটিভ পদে চাকরীতে বেতন কত হতে পারে?  . আমি বর্তমানে একটি ইলেক্ট্রনিক্স কোম্পানীতে আছি, তাই ইন্টারভিউ দিবো কিনা তা নিয়ে দো-টানায় আছি।  . বেতন আর সুযোগ-সুবিধা যদি ভালো হয় তাহলে ইন্টারভিউ দিতে যাবো।  . কেউ পূর্বে বাণিজ্যমেলায় Sony-Rangs এর স্টলে উক্ত পোষ্টে জব করে থাকলে একটু জানাবেন বেতন ও সুযোগ-সুবিধা কেমন!  তাহলে ইন্টারভিউ দিতে যাবো কিনা সেটা সিদ্ধান্ত নিবো।  কারণ, আমার বর্তমান অবস্থান থেকে ইন্টারভিউয়ের স্থান অনেক দূরে এবং যাওয়াও সময়সাপেক্ষ৷      0 likes | 1656 views

আমার স্ত্রী কি প্রেগন্যান্ট কিনা?

আমার স্ত্রীর সাথে আমি নিয়মিত সহবাস করি, গত ৩ মাসের মতো আমার স্ত্রীর মাসিক বন্ধ। ২ মাস আগে প্রেগন্যান্সি  কিট দিয়ে টেষ্ট করেছি এবং রেজাল্ট নেগেটিভ আসে। এরপরও আরো শিউওর হওয়ার জন্য ওর প্রসাব টেষ্ট করাই। এবং ওখানেও নেগেটিভ আসে।  তারপর নিশ্চিন্তে থেকেছি, এবং মাসিক হবে ভেবেছি কিন্তু আজকে ৩ মাস হয়ে গেলো তার মাসিক হয়না। এখন আমি জানতে চাচ্ছি আমার স্ত্রী কি প্রেগন্যান্ট কিনা? তা কি আর কোন টেষ্টের মাধ্যমে জানা যাবে? এতোদিন মাসিক না হওয়ার কারণ কি?        0 likes | 2881 views

ওয়ালটোন কোম্পানিতে সেলস অফিসারদের বেতন কত?

0 likes | 4203 views