Rocket1 (@Rocket1)

আমার বয়স ২৪ বছর, আমি বিবাহিত পাঁচ বাছর যাবৎ। অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করছি, করোনা ভাইরাসের কারণে ৬ মাস যাবৎ বাড়িতে অলস জিবন যাপন করছি, শুধু খাই আর ঘুমাই কোন কাজ নেই। এখন কথা হচ্ছে আমার খাওয়া দাওয়া মোটামুটি পুষ্টি সমৃদ্ধ৷ খাওয়ার রুচিও অনেক ভাল, শরীর অনেক বেড়ে যাচ্ছে, ওজন ৭৫ কেজি, আসল কথা হচ্ছে আমি শারীরিক ভাবে অনেক দূ্রবল হয়ে পড়েছি, সামান্য হাটাহাটি করতেই প্রচুর ঘেমে যাই আর অস্থিরতাবোধ করি, উল্লেখ্য আমি নিয়মিত চারমাস পরপর রক্তদান করি, এ পর্যন্ত দশবার রক্তদান করেছি।

Loading...