RabbiRahman

RabbiRahman

RabbiRahman

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.20k বার দেখা হয়েছে | এই মাসে 1.20k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.20k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি কিছুই বুঝতে পারছি না তার সম্পপর্কে!!?

আমি প্রায় ৫ বছর  হল একটি মেয়েকে ভালবাসি। মেয়েটা আমার দূর সম্পর্কের  খালাত বোন। আমি ক্লাস ৮ থেকে ওকে পছন্দ করি। ও বুঝত। আমাকে বলত কাকে ভালবাসি? আমি না উত্তর  দিলে ও বলত যে আমি এমন  যে কাওকে ভালবাসি কিন্তু বলতে পারি না। শেষ পর্যন্ত   ওকে আমি ভালবাসার কথা বলি ইন্টার পরীক্ষার পরে। আমার কাছ থেকে কথাটা শোনার জন্য ও উঠে পরে লাগায় আমি সব কিছু বলে দেই। কিন্তু প্রোপজ করার পরে ও বলে আমি কি ওর সাথে ফান করছি কি না!   এর পর ওর সাথে কথা চলে ৬ মাস। সম্পর্ক খুব গভীর হয় নি কারন ও আমাকে বলে পারিবারিক সমস্যা হবে তাই। এছারা ও আমার উপর  ওভিমান  ও করত। আমিও করতাম। আমি করলে ও রাগ ভাংগাত। আমার ভালবাসা নিতে না চাইলে কথা বলতাম না।ও তখন কথা বলার জন্য পাগল  হয়ে যেত। বলত আমি কি ওকে ভালবাসি না? গতবার যখন দেখা হল আমি চলে আসলে ও বললল আমার কথা খুব মনে পরে ওর। ওর নাকি কি জানি হয়েছে আমার জন্য। আমার দিকে চেয়ে থাকত। চলে আসতে লাগলে খুব জোর করত। কেমনন কেমন  করত।  ওর খুব সাথে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে সবাই বিষয় টা বুঝে ফেলে। ওকে বকা দেয়। ও আমাকে ফোন করে অনেক কথা বলে। বলে যে আমার জন্য ওর কোন ফিলিংস নাই। ও আমার দিকে যে তাকিয়েছে থাকতে বলেছে এই জন্য আমি যেন মনে না করি ও আমাকে ভালবাসে। ও নাকি আমার সাথে সুধু ফ্রি ভাবে কথা বলেছে। এট কি করে সম্ভব? আগে আমাদের মাঝে কোন কথা হত না প্রোপজ করার আগে। তাহলে ও সুধু সুধু কথা বলল কেন? আমার আর কিছুই ভাল লাগছে না। আমি ভাল একটি ভার্সিটিতে  পরি।  আমি ওকে ভুলতে পারি না যে। কি করব এখন? 

0 likes | 2811 views