NomanBD21

NomanBD21

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

NomanBD21

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 1.33k বার দেখা হয়েছে | এই মাসে 1.33k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 1.33k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Blogs

Recent Q&A

পাসপোর্টে নিজের নাম আংশিক পরিবর্তন নিয়ে সমস্যা?

আসসালামু আলাইকুম, আমার বড় ভাই ২০০৮ সালে বিদেশ গমন করেছিলেন। তখন কোন এক কারনে তিনি ওনার জন্ম সনদ এর নাম পরিবর্তন করে "ইকবাল হোসেন" এর জায়গায় "দেলোয়ার হোসেন" দিয়ে সেই জন্ম সনদ অনুযায়ী "দেলোয়ার হোসেন" নামেই পাসপোর্ট বানিয়ে নেন। সেই অনুযায়ী এতদিন উনি প্রবাসে আছেন সৌদি আরবে। কিছুদিন আগে ওনার বিয়ে হয় কানাডিয়ান প্রবাসী একজনের সাথে এবং তিনি এখন কানাডা যাওয়ার জন্য সৌদি থেকে চলে এসেছেন। সমস্যা বেঁধেছে এখন... ওনার বর্তমান ন্যাশনাল আইডি কার্ড, ডিজিটাল জন্ম নিবন্ধন এবং কাবিননামায় ওনার নাম "ইকবাল হোসেন" দেয়া৷ কারন, ওইটাই ওনার মূল নাম৷ এখন, উনি এই নামে কানাডা যেতে পারবেন না কোনভাবেই। তাই, ওনার পাসপোর্ট এর দেলোয়ার শব্দ টি পরিবর্তন করে ইকবাল বসানো জরুরি। উনি এই বিষয়ে কয়েকজনের সাথে যোগাযোগ করার পর ওনাকে একটা এজেন্সি থেকে বলেছেন যে ১ লাখ ৩০ হাজার টাকা লাগবে, আগের ওনার সেই পাসপোর্ট এর সব তথ্য মুছে দিয়ে নতুন করে পাসপোর্ট বানিয়ে দিবে। আমি জানতাম যে পাসপোর্টের ভুল থাকলে তা সংশোধন এর নিয়ম রয়েছে। সেই অনুযায়ী পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট এ ঢুকে নিয়মাবলি পড়ি এবং কাগজপত্র একত্র করি। ব্যাংকে টাকা জমা দিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা কালকে। আজকে আমি অনলাইনে আরো ভালোভাবে ঘাটাঘাটি করে জানতে পারি যে বর্তমানে পাসপোর্টে নাম,মা বা বাবার নাম আংশিক এবং সম্পূর্ণ পরিবর্তন দুইটাই বন্ধ করে দেয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হল- ভাইয়ার জন্ম সনদ জমা দিয়ে ২০০৮ এ পাসপোর্ট বানানো হয়েছিল, আর তখন জন্ম সনদে "দেলোয়ার হোসেন" ছিল। ওনার ন্যাশনাল আইডি কার্ড তো তখন জমা দেয়নি৷ ন্যশনাল আইডি তে ওনার নাম "ইকবাল হোসেন" আছে৷ *এখন উনি যদি নতুন ভাবে ন্যাশনাল আইডি জমা দিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করে,, তাহলে কি কোনভাবে সমস্যা হবে? বা, ধরা পড়বে? কেননা, আগের পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড এ ভিন্ন নাম এমনকি আগের পাসপোর্ট এ ন্যাশনাল আইডি জমা দেয়া হয়নি শুধু জন্ম সনদ জমা দেয়া হয়েছিল। ২য় প্রশ্ন হল- উনি যদি সেটা না পারে তাহলে নাম পরিবর্তন এর জন্য কি কাল গিয়ে টাকা জমা দিয়ে ফরম পূরণ করে সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে একটা চ্রেষ্টা করলে ভালো হবে, কেননা ওনার নতুন জন্ম সনদ এ ও এখন ইকবাল হোসেন দেয়া৷ অর্থাৎ, ওনার বর্তমান ন্যাশনাল আইডি কার্ড ও জন্ম সনদ দুইটাই ইকবাল হোসেন নামে... শুধু পাসপোর্ট ছাড়া। যদি পাসপোর্ট অফিসে আবেদন জমাই না নেয় তাহলে তো ব্যাংকে সরকারি কোষাগার এ যেই টাকা গুলা ব্যাংক ড্রাপ্ট করবো (৬৯০০ টাকা) সেটা তো আর ফেরত পাবোনা। শেষ কথা হচ্ছে, কেউ কি বলতে পারবেন যে- ওরা আসলে কিভাবে বলছে যে ভাইয়ার আগের পাসপোর্ট সার্ভার থেকে মুছে ফেলে নতুন পাসপোর্ট এনে দিবে ইকবাল হোসেন নামে... ভাইয়ার ফিঙ্গারপ্রিন্ট ও নাকি আর লাগবে না! এটা কি আদৌ সম্ভ???? দয়া করে অভিজ্ঞ ভাইরা মন্তব্য দিন। খুব জরুরি প্লিজ... আমার আগের বিস্ময় এর একাউন্ট এর লগিন ইনফরমেশন ভুলে যাওয়ায় এই একাউন্ট দিয়ে আসলাম। বিস্ময় এর ভাইদের প্রতি আমার ভরসা আছে বিধায়। 0 likes | 2783 views

Shopify নাকি Clickbank Affiliate নতুনদের জন্য কোনটা ভাল... Affiliate অথবা Shopify সম্পর্কে অভিজ্ঞরা সাহায্য করুন প্লিজ?

আমি Affiliate Marketing আর Dropshipping/Shopify এই দুইটার মাঝে বিভ্রান্তিকর অবস্থায় আছি। আমার বাজেট ১০০$, এর উপরে আর দেয়া আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভব না! আমি চাচ্ছিলাম, Shopify ফ্রি মেম্বারশীপ থেকে আমার Store টি ২৯$ এর প্ল্যান কিনে মার্কেট এ আপডেট করব! আর বাকি ৭০$ দিয়ে দৈনিক ৫$ বাজেট এ আমার Store Products Promote করব Facebook Page ব্যবহার করে! কিন্তু, বিভিন্ন আর্টিকেল এ প্রায় সবাই বলছে Shopify তে মিনিমাম ৫০০$ Investment দিয়ে শুরু করা ভাল! এছাড়া তাড়াতাড়ি সফলতা আসে না! আবার, Affiliate Marketing Review তে বলছে Affiliate এর ক্ষেত্রেও সময় আর বাজেট বেশি লাগে... তাই আমি চিন্তায় আছি কি করব... আমি চাচ্ছিলাম, এই ১০০$ দিয়ে শুরু করে মোটামুটি ১/২ মাসের ভিতর ১৫০-২০০$ আয় করতে পারব... এখন, আমার মত কম বিনিয়োগকারী এর জন্য Affiliate নাকি Dropshipping Business বেশি ভাল হবে??? অর্থাৎ, নতুনদের জন্য কোনটা দিয়ে শুরু করা উচিত??? আশা করি আমার এমতাবস্থায় বিশ্বস্ত সাইট- Bissoy Answers থেকে কিছু হলেও তথ্য পাব, যা আমার উপকার এ আসবে!

0 likes | 1781 views