NaymRahman

NaymRahman

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

NaymRahman

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 46 বার দেখা হয়েছে | এই মাসে 46 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
1 টি উত্তর দেখা হয়েছে 46 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

আমাদেফ বেদখল করতে চায় ও জমি জালিয়াতি করে লিখে নিয়েছে?

আমার বাবা ও চাচা মিলে একজন মহিলার কাছ থেকে কিছু জমি ক্রয় করেন এবং সেই জমিতে আমার বাবা ও চাচা মিলে বসবাস শুরু করেন। যার কাছ থেকে এই জমি আমার বাবা ও চাচা ক্রয় করেছিলেন তাকে এই জমি বুঝিয়ে দিয়ে দলিল করে দিতে বললে তিনি বলেন তোমরা অমুক সীমানা থেকে অমুক সীমানা পর্যন্ত বসবাস করো পরে কোন এক সময় আমি তোমাদের নামে এই জমি লিখে দিব এই বলে সে জমির মূল্য আমার বাবা ও চাচার কাছ থেকে বুঝে নেয়। এভাবে দলিল করে দিচ্ছি বলে বহু বছর সে পার করে দেয়। কিন্তু দলিল আর করে দেয় না। এরই মধ্যে আমার বাবা ও চাচা উভয়ই মারা যায়। পরবর্তীতে আমার মা সেই জায়গার দলিল করার জন্য আমার চাচাত ভাইদের কে বলে আসার জন্য কিন্তু তারা সময় ও টাকার অভাবে দলিল করার জন্য আগ্রহ দেখায়নি। এভাবে আমার মায়ের একা দলিল করা হয়নি। অনেকদিন পরে আমার মা জানতে পারে, যেই মহিলার কাছ থেকে আমার বাবা ও চাচা জমি ক্রয় করেছিল তাকে অতিরিক্ত টাকার বিনিময়ে আমার চাচাতো ভায়েরা গোপনে পুরো জমিটাই তাদের নামে দলিল করে নেয়। এখন আমার চাচাতো ভায়েরা আমাদের কাছে অন্যদিকের জমি দাবি করে। তা না হলে আমাদেরকে এই জমি থেকে বেদখল করার ব্যবস্থা করবে বলে জানায়। আমরা আমাদের অন্য জমি তাদেরকে দিতে অস্বীকৃতি জানাযই। এখন আমরা কিভাবে আমার বাবার অংশ বুঝে পেতে পারি? বলে রাখা ভালো স

বাবা ও চাচা মিলে সেই জমি কেনার পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের জায়গায় বসবাস করছি এখন আমরা কি করবো? আমার বাবার অংশ আমরা কি ভাবে বুঝে পাবো? বা কি ধরনের আইনি পদক্ষেপ নিব?

1 likes | 1781 views